শিরোনাম
◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ০৮:১৫ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মুস্তাকিমের অনন্য রেকর্ড, ৫০টি চার ও ২২ ছক্কায় করেছেন ৪০০ রান, দল জিতেছে ৭৩৮ রানে

স্পোর্টস ডেস্ক : স্কুল ক্রিকেটে এক বিরল রেকর্ড গড়েছেন মুস্তাকিম হাওলাদার। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবেও ৪০০ রানের ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটে কোনো পর্যায়েই কোয়াড্রপল হাঁকানোর রেকর্ড ছিল না কোনো ব্যাটারের। সেই আক্ষেপ ঘুচিয়েছেন মুস্তাকিম। স্কুল ক্রিকেটের ওয়ানডে সংস্করণে রেকর্ডটি ওপেনিংয়ে নেমে ৪০৪ রান করেছেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই ব্যাটার। ১৭০ বলের ইনিংসটি ৫০ চার ও ২২ ছক্কায় সাজানো।

মুস্তাকিমের রেকর্ড গড়ার দিনে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তার দলের অধিনায়ক সোয়াদ পারভেজ। ৩২ চার ও ১৩ ছক্কায় ২৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। তাদের ব্যাটিং তা-বে ২ উইকেটে ৭৭০ রানের পাহাড় গড়ে ক্যামব্রিয়ান।  
জবাবে মাত্র ৩২ রানে অলআউট হয়ে ৭৩৮ রানের বিশাল ব্যবধানে হারে সেন্ট গ্রেগরিস। বল হাতে ৬ উইকেট নিয়েছেন ক্যামব্রিয়ানের হাসান হৃদয়। আর ৪ উইকেট গেছে পারভেজের দখলে।  

বাংলাদেশের ক্রিকেটে এর আগে ব্যক্তিগত সর্বোচ্চ রেকর্ড রানের রেকর্ড ছিল তামিম ইকবালের দখলে। মিরপুরে ২০২০ সালে প্রথম শ্রেণির ম্যাচে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে রেকর্ডটি গড়েন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলা তামিম। ৪২৬ বলের ইনিংসটি ছিল ৪২ চার ও ৩ ছক্কায় সাজানো।  

তামিমের আগে প্রথম ব্যাটার হিসেবে বাংলাদেশের ক্রিকেটে ত্রিপল সেঞ্চুরি করেন রকিবুল হাসান। ২০০৭ সালে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ৩১৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়