শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ১০:৩৯ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

পিসিবি সঠিক সিদ্ধান্ত না নিলে পাকিস্তানের ক্রিকেট আরো পতনের দিকে যাবে:  ইনজামাম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে নিজ দেশ থেকে শুরু করে ক্রিকেট বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক সমালোচনা হচ্ছে। একের পর এক ব্যর্থতার কারণে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের ধুয়ে দিচ্ছেন ওয়াসিম আকরাম-শোয়েব আখতারদের মতো কিংবদন্তিরা। দলের বাজে পারফরম্যান্সের জন্য সকলেই দায়ী করছেন পিসিবিকে।

পিসিবি যদি সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে পাকিস্তান ক্রিকেট আগামীতে আরও পতনের দিকে যাবে বলে মনে করেন ইনজামাম-উল-হক। তিনি বলেছেন, গত দুই বছর ধরে পাকিস্তানের পারফরম্যান্স নি¤œমুখী। যদি সঠিক সিদ্ধান্ত না নিই তাহলে ধারাবাহিকভাবে পতন হতেই থাকবে।

ঘন ঘন কোচ-ম্যানেজমেন্ট পরিবর্তন করলেই সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা মনে করেন না ইনজাজাম। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ‘ধারাবাহিকভাবে কোচ, ম্যানেজমেন্ট এবং খেলোয়াড় পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না।

আমাদের আলোচনা করতে হবে এবং ভাবতে হবে কোথায় ভুলগুলো হচ্ছে। এভাবে পরিবর্তন করতে থাকলে খেলোয়াড়রা আত্মবিশ্বাস অর্জন করতে পারবে না। পরিস্থিতির কোনো পরিবর্তন আসবে না। পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়লেও বাবরের ওপর আস্থা রাখতে বলছেন ইনজামাম।

বারকে সেরা ক্রিকেটার সম্বোধন করে তিনি বলেছেন, বাবর আজম সেরা খেলোয়াড়। প্রত্যেকেই বাজে সময়ের মধ্যে দিয়ে যায়। গত কয়েক মাস ধরে সেও পাকিস্তানের হয়ে খুব একটা ছন্দে নেই। খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের ওপর বিশ্বাস রাখতে হবে। একসঙ্গে কাজ করে ভুলগুলো খুঁজতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়