শিরোনাম
◈ ব্যক্তির ছবি থাকছে না নতুন টাকায়, হাতে পাওয়া যাবে যখন (ভিডিও) ◈ সরকারকে বাইরে থেকে দেখা আর ভেতর থেকে দেখা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা, দ্য ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম ◈ পুঁজিবাজারের উন্নয়নে আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে কমিটি ◈ করমুক্ত আয় সীমা ৫ লাখ টাকা করার দাবি ঢাকা চেম্বারের ◈ যুক্তরাজ্য থেকে ১৩৭৬ কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনছে সরকার ◈ সায়েদাবাদ পানি শোধনাগারের জন্য ১৫১৩ কোটি টাকা অনুমোদন ◈ ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনায় অস্ত্র আমদানিতে ভারতের কৌশলগত পরিবর্তন ◈ অপরাধ প্রতিরোধে মহানগরীর অলিতে গলিতে মোটরসাইকেল টহল আরও বাড়ানো হবে: ডিএমপি কমিশনার ◈ দিনে কেউ ফল বিক্রেতা-অটোরিকশাচালক, রাতে ডাকাত (ভিডিও) ◈ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার মিথ্যা তথ্য পৌঁছেছে যুক্তরাষ্ট্রে: মার্কিন সিনেটর গ্যারি পিটার্স 

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ১০:২১ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ম্যাচ বয়কটের হুমকি, রিয়াল কোচ আনচেলত্তিকে লা লিগা সভাপতির খোঁচা

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলের ম্যাচের ৬৭ ঘণ্টার মাথায় লা লিগায় খেলতে নেমে সেরাটা দিতে পারেনি এমবাপ্পে-রদ্রিগোরা। তাই ৭২ ঘণ্টার বিশ্রাম না পেলে ম্যাচ বয়টের হুমকি দিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। তবে তার হুমকি নিয়ে পাল্টা জবাব দিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।

লা লিগা সভাপতি দাবি করেছেন, রিয়াল মাদ্রিদের জনসংযোগ প্রধান এমিলিও বুত্রাগেনো লেগানেসের বিপক্ষে আগামী ২৯ মার্চের ম্যাচের সময় পরিবর্তনের অনুরোধ করেছিলেন। লা লিগা মূলত ম্যাচটি বিকেল ৪টা ১৫ মিনিটে (স্প্যানিশ সময়) রাখতে চেয়েছিল, যাতে ১ এপ্রিল কোপা দেল রে সেমিফাইনালের আগে রিয়াল পর্যাপ্ত বিশ্রাম পায়। কিন্তু বুত্রাগেনো অনুরোধ করেন, ম্যাচটি যেন রাত ৯টায় হয়, যাতে আন্তর্জাতিক বিরতি থেকে ফেরা খেলোয়াড়রা কিছুটা সময় পান। সূত্র: আরটিভি নিউজ

এই প্রসঙ্গে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট পোস্টে খানিকটা ব্যঙ্গ করে তেবাস লেখেন— ‘কার্লো, নিশ্চিতভাবেই তোমার জানা আছে, লা লিগা লেগানেস ম্যাচটি বিকেল ৪টা ১৫মিনিটে রেখেছিল, যাতে সেমিফাইনালের আগে বিশ্রাম পাও। কিন্তু বুত্রাগেনো অনুরোধ করলেন রাত ৯টায় করতে—তোমার অনুমতি নিয়ে, নিশ্চয়ই?

চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১২০ মিনিট  লড়াই করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। এর ঠিক ৬৭ ঘণ্টার মাথায় লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে হয়েছে লস ব্লাঙ্কোসদের। এতে এমবাপ্পে-রদ্রিগোদের পারফরম্যান্সে ক্লান্তির ছাপ ফুটে উঠেছে।

তাই কার্লো আনচেলত্তি বলেন, আমি মনে করি শেষবার আমরা ৭২ ঘণ্টার আগে ম্যাচ খেললাম। ভবিষ্যৎতে এমনটা আর হবে না। আমরা লা লিগাকে দুইবার খেলার সময় পরিবর্তন করতে বলেছিলাম, তারা কিছুই করেনি। তবে এটাই শেষবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়