শিরোনাম
◈ প্রতি মাসে গড়ে ৮০-৮৫ মিলিয়ন ডলার বিল পরিশোধ করছে বিপিডিবি ◈ রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকা উচিত: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ জমেনি কলকাতার ঈদবাজার, ব্যবসায়ীরা  দুষছেন মোদি-হাসিনাকে  ◈ বিভাজনের পথ বেয়েই আ.লীগ আসবে, বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হোন: মাহফুজ ◈ আ.লীগ পুনর্গঠন নিয়ে পিনাকীর বক্তব্য, যা বললেন সোহেল তাজ ◈ পুলিশ কনস্টেবল থানা থেকে লুট হওয়া অস্ত্র কেনাবেচায় , যেভাবে পড়লেন ধরা ◈ আ’লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩ ◈ নিকেতন ক্লাব থেকে টার্গেট করে গুলশানে এনে ইন্টারনেট ব্যবসায়ীকে খুন ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ ◈ আওয়ামী লীগ একটি গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, কিন্তু গাড়িটা তো খারাপ নয়: জি এম কাদের

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ১০:৫২ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

হামজা চৌধুরী ৮ নম্বর জার্সি পরে বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে খেলতে চান

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে সোমবার (১৭ মার্চ) সকালে দেশে এসেছেন। বরণ করে নিতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাফুফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাকে দেখতে হাজারো ভক্ত-সমর্থক ভিড় জমায় বিমানবন্দরে।

দেশে ফিরেই হামজা তার অভিষেক ম্যাচের প্রতিপক্ষ ভারতকে হারানোর হুংকার দিয়ে বলেছেন, আমাজিং আমাজিং, দেশে ফিরে ভালো লাগছে। খুবই রোমাঞ্চিত। কোচ কাবরেরার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা বেশ কিছু পরিকল্পনা করেছি। সে মাফিক খেলতে পারলে আশা করি আমরা ভারতকে হারাতে পারবো।

আগামী ২৫ মার্চ শিলংয়ে হতে যাওয়া ম্যাচে কত নম্বর জার্সি নিয়ে মাঠে নামবেন হামজা তা নিয়ে ইতিমধ্যে কৌতূহল শুরু হয়ে গেছে। সোমবার তার পছন্দের জার্সি নম্বর জানতে চাওয়া হলে তিনি উত্তরে জানান, ৮ নম্বর জার্সি পরে খেলতে চান তিনি। বর্তমানে ৮ নম্বর জার্সি পরে খেলছেন চন্দন রায়। তার আগে বাংলাদেশের হয়ে এই নম্বরে প্রতিনিধিত্ব করেছেন এমন ফুটবলারদের মধ্যে অন্যতম মামুনুল মামুন-এনামুল হক-সাদ উদ্দিনরা।

হামজা তার পেশাদার ক্যারিয়ারে বেশ কটি জার্সি নম্বরে খেলেছেন। তার মধ্যে লেস্টার সিটির হয়ে ৩৮ নম্বর দিয়ে শুরু করলেও পরের তিন মৌসুম ২০ নম্বর ও সর্বশেষ দুই মৌসুম ১৭ নম্বর জার্সিতে খেলেছেন। আর বর্তমান ক্লাব শেফিল্ডে তার জার্সি নম্বর হচ্ছে ২৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়