শিরোনাম
◈ নেতাকর্মীদের আস্তে আস্তে খেতে বলার ব্যাখ্যা দিলেন বিএনপি নেতা (ভিডিও) ◈ রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী 'আরসা'র প্রধান আতাউল্লাহ নারায়ণগঞ্জে গ্রেফতার ◈ এনজিওর দুই কর্মীকে তুলে নিয়ে নির্যাতন: পুরুষ কর্মীকে বিদ্যুতের শক দেওয়া হয়, নারী কর্মীকে নগ্ন করে ভিডিও ধারন ◈ যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলী হামলা নৃশংস ও বর্বরোচিত : সাইফুল হক ◈ দেশ থেকে চুরি হওয়া সম্পদ ফেরাতে যুক্তরাজ্যের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ ◈ ধর্ষণের হুমকির বিচার চেয়ে রাস্তায় দাঁড়ালেন মা-মেয়ে ◈ সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু বৃহস্পতিবার ◈ দেশের রাজনীতি ও নির্বাচন কোন দিকে যাচ্ছে? ◈ ভোজ্যতেলের কর সুবিধা বাড়ানোর সুপারিশ ◈ তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ১০:২৫ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইংলিশ লিগে আগামী ৯ ম্যাচই ম্যানচেস্টার সিটির জন্য ফাইনাল: কোচ গার্দিওলা

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা চারটি শিরোপা জিতেছে। টানা পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে চলতি মৌসুমে শুরুটাও দারুণ করেছিল তারা। কিন্তু মাঝ পথে খেই হারিয়ে শিরোপা দৌড় থেকে তারা ছিটকে তো গেছেই, এখন আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে তাদের অংশগ্রহণ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় কোচ পেপ গুয়ার্দিওলা জানিয়েছেন, ইউরোপ ক্লাব সেরার আসরে জায়গা নিশ্চিত করতে তাদের সামনে এখন নয়টি ফাইনাল অপেক্ষা করছে।

শনিবার ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে ২-২ গোল ড্র করে আবারও পয়েন্ট হারায় সিটি। সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জয়হীন থাকল বর্তমান চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমে ২৯ ম্যাচের মধ্যে এটি তাদের ষষ্ঠ ড্র। হেরেছে ৯টিতে। ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে থেকে মার্চের আন্তর্জাতিক বিরতিতে গেছে গুয়ার্দিওলার দল। লিগে তাদের আর বাকি আছে ৯ ম্যাচ। চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে তালিকার শীর্ষ চারের মধ্যে থেকে সিটিকে মৌসুম শেষ করতে হবে।

ম্যাচ শেষে চ্যাম্পিয়নস লিগে খেলার প্রসঙ্গে গুয়ার্দিওলা বলেন, “নয়টি ম্যাচ, নয়টি ফাইনাল। আমি সব জায়গায় ইতিবাচক দিক খুঁজে নিতে পারি। তবে এটা যে কঠিন হবে, সেটা জানি।

এদিন সিটির হয়ে গোল করে প্রিমিয়ার লিগে আরেকটি কীর্তি গড়েছেন আর্লিং হলান্দ। ৯৪ লিগ ম্যাচে ১০০টি গোলে অবদান (গোল ও অ্যাসিস্ট) রেখেছেন এই নরওয়েজিয়ান গোলমেশিন। আগের রেকর্ডধারী ইংলিশ স্ট্রাইকার অ্যালান শিয়ারারের চেয়ে ছয় ম্যাচ কম খেলে এই কীর্তি গড়েছেন তিনি। 

তবে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড হয়েছে গুয়ার্দিওলার। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪০টি গোল হজম করেছে সিটি, যা গুয়ার্দিওলার কোচিংয়ে এক মৌসুমে সর্বোচ্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়