শিরোনাম
◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ১০:২৪ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিরাট কোহলি উচ্ছ্বসিত অলিম্পিকে ক্রিকেট ফেরায়

স্পোর্টস ডেস্ক : ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস দিয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে আবারও ফিরছে ক্রিকেট। আর ক্রিকেটের এই অন্তর্ভুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিরাট কোহলি। ভারতের এই কিংবদন্তি ব্যাটারের বিশ্বাস, তার উত্তরসূরিরা অলিম্পিকে স্বর্ণ জয়ের জন্য প্রস্তুত থাকবে।

দীর্ঘ এক শতাব্দীর বেশি সময় পর আগামী অলিম্পিক গেমসে মাঠে গড়াবে ক্রিকেট। টি-টুয়েন্টি ফরম্যাটে ছেলে ও মেয়েদের বিভাগে মোট ছয়টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। ১৯০০ সালের অলিম্পিকে সবশেষ ক্রিকেট ইভেন্টটি আয়োজন করা হয়েছিল। অলআউট স্পোর্টস 

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ২০২৩ সালের অক্টোবরে ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়। ক্রিকেটের বিশাল জনপ্রিয়তা এবং প্রায় ২৫০ কোটি সমর্থকের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ভারতের হয়ে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর বর্তমানে আইপিএলের প্রস্তুতি নিচ্ছেন কোহলি। আগামী শনিবার নতুন মৌসুমের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে মাঠে নামবেন তিনি।

মাঠের লড়াইয়ে নামার আগে শনিবার ফ্র্যাঞ্চাইজিটির একটি অনুষ্ঠানে কোহলি বলেন, “আমি যখন খবরটা (অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি) শুনলাম, খুব খুশি হয়েছিলাম। বিশ্বজুড়ে যে পরিমাণ টি-টুয়েন্টি ক্রিকেট খেলা হচ্ছে, বিভিন্ন লিগ এবং বিশেষ করে আইপিএল, তা ক্রিকেটকে অলিম্পিকে জায়গা করে দিতে বড় ভূমিকা রেখেছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা ব্যাটার। ফলে বিশ্বব্যাপী কোটি কোটি ভক্ত থাকা সত্ত্বেও কোহলির অলিম্পিকে খেলার সম্ভাবনা নেই। তবে তিনি মজা করে বলেন, যদি আমরা স্বর্ণপদকের জন্য খেলি, তাহলে হয়তো একটা ম্যাচ খেলে মেডেল নিয়ে চলে আসব।

অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়া এক অসাধারণ অনুভূতি হবে। এটা আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত হতে পারে এবং আমি নিশ্চিত, আমরা সাফল্যের খুব কাছাকাছি থাকব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়