শিরোনাম
◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ম্যাচ খেলার পর ৭২ ঘণ্টার বিরতি না পেলে বয়কট করবে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদকে অনেক ঘাম ফেলতে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে আতেলতিকো মাদ্রিদেরক বিপক্ষে লড়াই করতে এর ঠিক ৭২ ঘণ্টা পার না হতেই লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে হয়েছে তাদের। সেখানেও ঘাম ঝড়িয়ে জিততে হয়েছে দলটাকে।

কম সময়ের মধ্যে খেলার কারণে খেলোয়াড়দের উপর ব্যাপক চাপ পড়েছে। যা মাঠের চিত্রতেই দেখা গেছে। এমনটা যদি আবার হয়, তবে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন দলটির কোচ কার্লোস আনচেলত্তি।  

শনিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে ২-১ ব্যবধানের জয়ে টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। হুয়ান ফয়থের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর রিয়ালকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। পাঁচ মিনিটের মধ্যে আরও একটি গোল করে দলকে জেতান ফরাসি এই তারকা। কিন্তু বিরতির পর দেখা যায় ভিন্ন ছিত্র। খেলোয়াড়রা ক্লান্ত হয়ে বসে-শুয়ে পড়তে দেখা যায়।

কারণ ব্যস্ত সূচি। চ্যাম্পয়ন্স লিগে লম্বা সময় লড়াই করার পর ৭২ ঘণ্টা না পেরোতেই মাঠে নামতে হয় তাদের। অথচ ফিফা থেকে ৭২ ঘণ্টার মধ্যে ম্যাচ না খেলানোর ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। এবার খেললেও অবশ্য ভবিষ্যত নিয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।  

ম্যাচশেষে তিনি বলেন, ‘আমি মনে করি আজ শেষবার আমরা ৭২ ঘণ্টার আগে ম্যাচ খেললাম। ভবিষ্যতে এমনটা আর হবে না। আমরা লা লিগাকে দুইবার খেলার সময় পরিবর্তন করতে বলেছিলাম, তারা কিছুই করেনি। তবে এটাই শেষবার। 

৭২ ঘণ্টার বিরতি না থাকলে রিয়াল আসলেই কি খেলবে না জানতে চাইলে উত্তরে তিনি বলেন, ‘না, অবশ্যই না। এই ম্যাচ শেষে শুরু হয়েছে আন্তর্জাতিক বিরতি। রিয়ালের পরবর্তী ম্যাচে আগামী ৩০ মার্চ। ঘরের মাঠে লেগানেসকে মোকাবেলা করবে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়