শিরোনাম
◈ করমুক্ত ও নগদ প্রণোদনার সুযোগ নিয়ে এক ব্যবসায়ী ৭৩০ কোটি টাকা দেশে এনেছেন: এনবিআর চেয়ারম্যান ◈ হামজা চৌধুরী ৮ নম্বর জার্সি পরে বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে খেলতে চান ◈ আদিতমারীতে দোকানের সামনে মাটি ফেলে দোকান দখলের চেষ্টা বিএনপি নেতার ◈ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ লাখ লাখ রোহিঙ্গার চোখে এখন স্বদেশে ফিরে যাওয়ার স্বপ্ন ◈ সাকিবের সঙ্গে তুলনা করা নিয়ে যা বললেন হামজা ◈ ঈদুল ফিতর উপলক্ষে যান চলাচলে ডিএমপির নির্দেশনা ◈ ভারতে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ ◈ বিএনপিকে এক-এগারো’র মতো মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান ◈ ব্যাংকের ঋণের ২৭ শতাংশ দিতে হবে সিএমএসএমই খাতে: কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তান ৯২ রানে শেষ, নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হারলো ৯ উইকেটে

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান টি-টোয়েন্টি দলে রাখা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা ক্রিকেটারদের। তাদের বাইরে রেখে  নতুনভাবে টি-টোয়েন্টি শুরু করেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শুরুতেই হোঁচট খেলো। কিউইদের মাটিতে প্রথম ম্যাচে পাকিস্তানের কেবল তিন ব্যাটার ছাড়া কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের ঘর। একশর আগেই গুটিয়ে যায় তারা। আর অনায়াস জয়ে এগিয়ে গেলো নিউজিল্যান্ড।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে রোববার (১৬ মার্চ) টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে অলআউট হয়ে পাকিস্তানে সংগ্রহ করে ৯২ রান। যা তাড়ায় নেমে ৫৯ বল হাতে রেখে ৯ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিক নিউজিল্যান্ড।  

দুই ওপেনারের শূন্য রানের বিদায়ে শুরু হয় পাকিস্তানের ইনিংস। তিনে নেমে নতুন অধিনায়ক সালমান আলি আগা ১৮ রান করে বিলিয়ে দেন উইকেট। মিডল অর্ডারে ইরফান খান ১ ও শাদাব খান ৩ রানে বিদায় নেন। ছয়ে নামা খুশদীল শাহের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩২ রান। চলতে থাকা উইকেটের মিছিল এরপর আরও দ্রুত হতে থাকে। এতে একশর আগেই গুটিয়ে যায় সফরকারীরা।

নিউজিল্যান্ডের হয়ে ৩ ওভার ৪ বলে স্রেফ ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন জ্যাকব ডাফি। ৪ ওভারে ৮ রান দিয়ে ৩ উইকেট নেন কাইল জেমিসন। ২৭ রান খরচায় দুই উইকেট নেন ইশ সোধি। একটি উইকেট পান ফল্কস।  
রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে ৩৫ বলে ৫৩ রান যোগ করেন টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। ষষ্ঠ ওভারে আবরার আহমেদের বল মোহাম্মদ হারিসের হাতে তুলে দিয়ে সেইফার্ট বিদায় নিলে ভাঙে এই জুটি। ২৯ বলে ৪৪ রান করে ফেরেন কিউই ওপেনার। এরপর টিম রবিনসনকে নিয়ে বাকিটা সেরে ফেলেন অ্যালেন। ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। ১৫ বলে অপরাজিত ১৮ রান আসে রবিনসনের ব্যাট থেকে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়