শিরোনাম
◈ একেবারেই সহজ প্রক্রিয়ায় স্টোরি থেকে আয়ের সুযোগ দিচ্ছে ফেসবুক ◈ বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করেনি সৌদি কর্তৃপক্ষ (ভিডিও) ◈ শেখ হাসিনা ও তার পরিবারের ৩১ অ্যাকাউন্টের ৩৯৪ কোটি টাকা জব্দ ◈ আরও ৫০ হাজার টন চাল আসবে ভারত থেকে, ব্যয় কত? ◈ আছিয়ার শোকে ভারসাম্যহীন বাবার পাশে তারেক রহমান ◈ তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের অর্থনীতিতে কোনও প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা ◈ মাগুরা ও বরগুনায় ধর্ষণের ঘটনায় যেসব নির্দেশনা দিলেন হাইকোর্ট ◈ লম্বা ছুটি এবার ঈদে, কবে থেকে কতদিন ◈ ভারতের হিন্দু-মুসলিম সহিংসতার শুরু যেভাবে ◈ কুমিরের পেট থেকে ইন্দোনেশিয়ান নারীর অলৌকিকভাবে বেঁচে ফেরার গল্প! (ভিডিও)

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তান ৯২ রানে শেষ, নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হারলো ৯ উইকেটে

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান টি-টোয়েন্টি দলে রাখা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা ক্রিকেটারদের। তাদের বাইরে রেখে  নতুনভাবে টি-টোয়েন্টি শুরু করেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শুরুতেই হোঁচট খেলো। কিউইদের মাটিতে প্রথম ম্যাচে পাকিস্তানের কেবল তিন ব্যাটার ছাড়া কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের ঘর। একশর আগেই গুটিয়ে যায় তারা। আর অনায়াস জয়ে এগিয়ে গেলো নিউজিল্যান্ড।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে রোববার (১৬ মার্চ) টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে অলআউট হয়ে পাকিস্তানে সংগ্রহ করে ৯২ রান। যা তাড়ায় নেমে ৫৯ বল হাতে রেখে ৯ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিক নিউজিল্যান্ড।  

দুই ওপেনারের শূন্য রানের বিদায়ে শুরু হয় পাকিস্তানের ইনিংস। তিনে নেমে নতুন অধিনায়ক সালমান আলি আগা ১৮ রান করে বিলিয়ে দেন উইকেট। মিডল অর্ডারে ইরফান খান ১ ও শাদাব খান ৩ রানে বিদায় নেন। ছয়ে নামা খুশদীল শাহের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩২ রান। চলতে থাকা উইকেটের মিছিল এরপর আরও দ্রুত হতে থাকে। এতে একশর আগেই গুটিয়ে যায় সফরকারীরা।

নিউজিল্যান্ডের হয়ে ৩ ওভার ৪ বলে স্রেফ ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন জ্যাকব ডাফি। ৪ ওভারে ৮ রান দিয়ে ৩ উইকেট নেন কাইল জেমিসন। ২৭ রান খরচায় দুই উইকেট নেন ইশ সোধি। একটি উইকেট পান ফল্কস।  
রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে ৩৫ বলে ৫৩ রান যোগ করেন টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। ষষ্ঠ ওভারে আবরার আহমেদের বল মোহাম্মদ হারিসের হাতে তুলে দিয়ে সেইফার্ট বিদায় নিলে ভাঙে এই জুটি। ২৯ বলে ৪৪ রান করে ফেরেন কিউই ওপেনার। এরপর টিম রবিনসনকে নিয়ে বাকিটা সেরে ফেলেন অ্যালেন। ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। ১৫ বলে অপরাজিত ১৮ রান আসে রবিনসনের ব্যাট থেকে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়