শিরোনাম

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ১১:১৬ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

স্পোর্টস ডেস্ক : লা লিগার প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে ভিয়ারিয়ালতে হারিয়ে দিলো রিয়াল মাদ্রিদ। রিয়ালের জয়ের নায়ক এমবাপ্পে। ২-১ গোলের ম্যাচে এমবাপ্পে একাই করেছেন দুই গোল। যার কল্যাণে রিয়ালের জয়।

শনিবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক ভিয়ারিয়াল। কর্নার থেকে হুয়ান ফয়েথ কঠিন অবস্থান থেকে বাঁ পায়ে বল জালে পাঠালে এগিয়ে যায় স্বাগতিকরা। গোল শোধে তৎপর হয়ে ওঠা রিয়াল সমতায় ফেরে এমবাপ্পের গোলে। ম্যাচের ২৩ মিনিটে এই ফরাসি স্ট্রাইকারের গোলেই লিডে যায় আনচেলত্তির দল।

লুকাস ভাসকেজের কাটব্যাক থেকে ভিলারিয়ালের জালে আবারও বল জড়ান এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হলে ২-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩ পয়েন্ট পিছিয়ে রয়েছে দুইয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়