শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ১১:১৫ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেতা জ্যাকি শ্রফ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের স্পিরিট কোচ

স্পোর্টস ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলে বরাবরই নতুন সব চমক নিয়ে হাজির হয়। এবারের আসর শুরুর আগমুহূর্তেও নতুন চমক দিলো দলটি। পাঁচবারের শিরোপাজয়ীরা ‘স্পিরিট কোচ’ হিসাবে নিয়োগ দিয়েছে বলিউড অভিনেতা জ্যাকি শ্রফকে।

গত দু’বছর আইপিএলে প্রত্যাশিত ফলাফল পায়নি মুম্বাই। যার কারনে এবার প্রতিযোগিতা শুরুর আগে থেকেই বিশেষ উদ্যোগ নিলো দলটির মালিকপক্ষ। গোটা প্রতিযোগিতায় ক্রিকেটারদের মনোবল তুঙ্গে রাখতে নিয়োগ করা হল জ্যাকি শ্রফকে।

মেন্টাল কন্ডিশনিং কোচ হিসেবে বিশ্বজুড়ে অনেক নামীদামী কোচ থাকলেও মুম্বাই হাঁটল সম্পূর্ণ ভিন্ন পথে। এবারের প্রতিযোগিতায় মুম্বাইয়ের লক্ষ্য ভয়ডরহীন ক্রিকেট খেলা। সে জন্যই বলিউডের অন্যতম জনপ্রিয় তারকাকে যুক্ত করা হয়েছে দলের সঙ্গে।

ক্রিকেটারদের উদ্ধুব্ধ করার কাজ করবেন জ্যাকি। মানসিকভাবে সব সময় তরতাজা এবং সাহসী রাখার চেষ্টা করবেন হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের। অভিনয়ের জীবনে বেশ সংগ্রাম করেই কিংবদন্তির কাতারে গেছেন জ্যাকি শ্রফ।

কোনো অভিনয়শিল্পীর পরিবার থেকে না এসেও বলিউডে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেন এই ফিল্মস্টার। ভারতের গণমাধ্যমের ধারণা জ্যাকি শ্রফের জীবন থেকেই অনেক বেশি অনুপ্রাণিত হতে পারেন দলটির ক্রিকেটাররা।
আগামী ২২ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল। ২৩ মার্চ মাঠে নামবে মুম্বাই। চেন্নাইয়ের মাঠে হার্দিকের দলের প্রথম প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনি-রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়