শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অক্ষর প্যাটেল আইপিএলে দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক 

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ১৮তম আসর আগামী ২২ মার্চ মাঠে গড়াবে। বরাবরের মতো এবার মাঠের লড়াইয়ে সেরা দল গঠন করেছে তারা। মাঠে নামার আগে নিজেদের নতুন অধিনায়কের নাম প্রকাশ করেছে দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেল এবারের আসরে দিল্লির নেতৃত্ব দেবেন। 

শুক্রবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় দলের এই তারকা অলরাউন্ডারকে নতুন দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। নতুন অধিনায়কত্ব পাওয়ার পর অক্ষর প্যাটেল বলেছেন, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য মালিকপক্ষ ও কোচিং স্টাফের প্রতি আমি কৃতজ্ঞ। 

ক্যাপিটালসের হয়ে খেলার সময় আমি একজন ক্রিকেটার ও ব্যক্তি হিসেবে বেড়ে উঠেছি এবং এখন নিজেকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ও আত্মবিশ্বাসী মনে করছি।

আইপিএলের মেগা নিলাম থেকে লোকেশ রাহুলকে ১৪ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটাল। সেই থেকে ধারণা করা হচ্ছিল তার কাঁধেই অধিনায়কত্ব তুলে দিতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে দিল্লির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রাহুল।

আপাতত নিজের খেলার দিকেই মনোযোগ দিতে চান রাহুল। দলের জন্য যতটুকু সম্ভব অবদান রাখতে চান। সে কারণেই অধিনায়কের বাড়তি বোঝা দিতে চান না রাহুল। তাই অক্ষরের উপর ভরসা রাখছে দিল্লি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়