শিরোনাম
◈ বাংলাদেশের আইনে কী আছে পুরুষদের ধর্ষণের বিষয়ে? ◈ কূটনীতিকের কানাডায় পালিয়ে গিয়ে বিস্ফোরক মন্তব্য, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে : প্রধান উপদেষ্টা ◈ ছয় মাস পর জাতীয় দলে ফিরলেন এমবাপ্পে ◈ ইউএনও’র সহযোগিতায় হুইল চেয়ার পেয়ে আবেগে বললো এবার আমি স্কুলে যেতে পারবো  ◈ যৌথ বাহিনীর অভিযানে ৩৮৩ জন গ্রেফতার ◈ খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ◈ বিশ্বে প্রথমবার স্বর্ণের দাম তিন হাজার ডলার প্রতি আউন্স ◈ নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক: ড. আবদুল মঈন খান ◈ বিশ্বকাপে খেলার সুযোগ নাও হতে পারে ব্রাজিলের

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আফগানিস্তানের ক্রিকেটার হজরতউল্লাহ জাজাই’র দুই বছরের কন্যা মারা গেলো

স্পোর্টস ডেস্ক : হজরতউল্লাহ জাজাই, আফগানিস্তানের তারকা ব্যাটার। যার ব্যাটে ভর করে বহু ম্যাচে জয়ের আনন্দে ভেসেছে আফগানরা। তবে এবার সেই জাজাইয়ের পরিবারেই বইছে শোকের ছায়া। কেননা নিজের দু’বছর বয়সী কন্যাকে হারিয়েছেন এই আফগান ব্যাটার। ঠিক কী কারণে জাজাইয়ের শিশুকন্যার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

শুক্রবার (১৪ মার্চ) জাজাইয়ের জাতীয় দলের সতীর্থ করিম জানাত সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুঃসংবাদ জানান।

এক ইনস্টাগ্রাম পোস্টে জানাত লেখেন, গভীর দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আমার ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হজরতউল্লাহ জাজাই তার মেয়েকে হারিয়েছে। এই অবিশ্বাস্য কঠিন সময়ে তার ও তার পরিবারের জন্য আমি গভীরভাবে মর্মাহত। এই শোকের সময়ে তাদের আপনার প্রার্থনায় রাখুন। হজরতউল্লাহ জাজাই ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে যারা জাজাইকে অনুসরণ করেন, তাদের একটি বিষয় বেশ জানা। প্রায়ই তিনি নিজ কন্যার আনন্দমুখর ছবি ও ভিডিও পোস্ট করতেন। মেয়েকে হারানোর পর বাবা হিসেবে স্বভাবতই কঠিন এক সময় পার করছেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাজাইয়ের। দেশের হয়ে এখন পর্যন্ত ১৬টি একদিনের পাশাপাশি ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সবশেষ গত বছরের ডিসেম্বরে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়