শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫, ১১:০৯ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলরাউন্ডার নয়, ব্যাটার হিসেবে আইপিএলে খেলবেন অস্ট্রেলিয়ান মিচেল মার্শ

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার মিচেল মার্শ চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেনি। শঙ্কা ছিল আইপিএলে খেলা নিয়েও। তবে টুর্নামেন্ট শুরুর আগে শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরে খেলা অনুমতি পেয়েছেন মিচেল মার্শ। তবে এবার অলরাউন্ডার পরিচয়ে নয়, তিনি খেলবেন কেবল ব্যাটার হিসেবে।

পিঠের নিচের অংশের চোটের কারণে গত ৭ জানুয়ারির পর থেকে কোনো ধরনের ক্রিকেট খেলতে পারেননি মার্শ। অস্ট্রেলিয়ার হয়ে শ্রীলঙ্কা সিরিজ মিস করার পর বাদ পড়েন চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল থেকেও। - অলআউট স্পোর্টস

ফেব্রুয়ারির শুরুর দিকে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর পর পর্যাপ্ত বিশ্রাম নিতে বলা হয় অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি অধিনায়ককে। বিশ্রাম কাটিয়ে সম্প্রতি ব্যাটিং অনুশীলন করছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। এরই ধারাবাহিকতায় তাকে কেবল ব্যাটার হিসেবে আইপিএলে খেলার ছাড়পত্র দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

এবারের আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের হয়ে খেলবেন মার্শ। গত নভেম্বরে মেগা নিলামে তাকে ৩ কোটি ৪০ লাখ রুপিতে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। আগামী বৃহস্পতিবার দলের সঙ্গে তিনি ভারতে যোগ দেবেন। গত তিন আইপিএলে দিল্লি ক্যাপিটালসে থাকলেও চোটের কারণে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে নিয়মিত খেলতে পারেননি।

অন্যদিকে একই প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, আইপিএলে অংশ নিতে চোট থেকে সেরে ওঠার পথে আছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারেননি অস্ট্রেলিয়ার এই তিন অভিজ্ঞ পেসার। এদের মধ্যে কামিন্স ও স্টার্ক গোড়ালি এবং হ্যাজেলউড নিতম্বের সমস্যায় ভুগছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়