শিরোনাম
◈ রোহিঙ্গারা আগামী বছর যেন নিজ বাড়িতে ঈদ করতে পারেন, সেই লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ◈ রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের ◈ সুযোগ পেলেই আমরা ড. ইউনূসকে শূলে চড়াই: সারজিস ◈ (১৫ মার্চ) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ শেখ হাসিনার চাচাতো ভাই সেখ জুয়েল এখন বিধান মল্লিক ◈ টিউলিপ সিদ্দিক জাল স্বাক্ষর করেছিলেন বোনকে ফ্ল্যাট পাইয়ে দিতে: ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ◈ ভারতের সেনাপ্রধান শেখ হাসিনার ফেরা নিয়ে মন্তব্য করেছেন কি? ◈ নওফেল, বিপ্লবকে ১০ কোটি টাকায় পালানোর সুযোগ করে দেওয়ার অভিযোগ সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে! ◈ তিন মাসের শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ ◈ ঘুষকাণ্ডে অভিযুক্ত আদানির কাছে মার্কিন সমন পৌঁছে দেবে ভারত

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫, ১১:০৯ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলরাউন্ডার নয়, ব্যাটার হিসেবে আইপিএলে খেলবেন অস্ট্রেলিয়ান মিচেল মার্শ

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার মিচেল মার্শ চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেনি। শঙ্কা ছিল আইপিএলে খেলা নিয়েও। তবে টুর্নামেন্ট শুরুর আগে শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরে খেলা অনুমতি পেয়েছেন মিচেল মার্শ। তবে এবার অলরাউন্ডার পরিচয়ে নয়, তিনি খেলবেন কেবল ব্যাটার হিসেবে।

পিঠের নিচের অংশের চোটের কারণে গত ৭ জানুয়ারির পর থেকে কোনো ধরনের ক্রিকেট খেলতে পারেননি মার্শ। অস্ট্রেলিয়ার হয়ে শ্রীলঙ্কা সিরিজ মিস করার পর বাদ পড়েন চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল থেকেও। - অলআউট স্পোর্টস

ফেব্রুয়ারির শুরুর দিকে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর পর পর্যাপ্ত বিশ্রাম নিতে বলা হয় অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি অধিনায়ককে। বিশ্রাম কাটিয়ে সম্প্রতি ব্যাটিং অনুশীলন করছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। এরই ধারাবাহিকতায় তাকে কেবল ব্যাটার হিসেবে আইপিএলে খেলার ছাড়পত্র দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

এবারের আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের হয়ে খেলবেন মার্শ। গত নভেম্বরে মেগা নিলামে তাকে ৩ কোটি ৪০ লাখ রুপিতে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। আগামী বৃহস্পতিবার দলের সঙ্গে তিনি ভারতে যোগ দেবেন। গত তিন আইপিএলে দিল্লি ক্যাপিটালসে থাকলেও চোটের কারণে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে নিয়মিত খেলতে পারেননি।

অন্যদিকে একই প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, আইপিএলে অংশ নিতে চোট থেকে সেরে ওঠার পথে আছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারেননি অস্ট্রেলিয়ার এই তিন অভিজ্ঞ পেসার। এদের মধ্যে কামিন্স ও স্টার্ক গোড়ালি এবং হ্যাজেলউড নিতম্বের সমস্যায় ভুগছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়