শিরোনাম
◈ বাংলাদেশের আইনে কী আছে পুরুষদের ধর্ষণের বিষয়ে? ◈ কূটনীতিকের কানাডায় পালিয়ে গিয়ে বিস্ফোরক মন্তব্য, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে : প্রধান উপদেষ্টা ◈ ছয় মাস পর জাতীয় দলে ফিরলেন এমবাপ্পে ◈ ইউএনও’র সহযোগিতায় হুইল চেয়ার পেয়ে আবেগে বললো এবার আমি স্কুলে যেতে পারবো  ◈ যৌথ বাহিনীর অভিযানে ৩৮৩ জন গ্রেফতার ◈ খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ◈ বিশ্বে প্রথমবার স্বর্ণের দাম তিন হাজার ডলার প্রতি আউন্স ◈ নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক: ড. আবদুল মঈন খান ◈ বিশ্বকাপে খেলার সুযোগ নাও হতে পারে ব্রাজিলের

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হান্ড্রেড বলের ক্রিকেটে বাংলাদেশের ২৯ ক্রিকেটারের কেউই দল পেলেন না

স্পোর্টস ডেস্ক : একশ’ বলের (দ্য হান্ড্রেড) নতুন মৌসুমের আগে হওয়া প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছেন রাচিন রবীন্দ্র, নূর আহমদ, হেনরিখ ক্লাসেন, ডেভিড ওয়ার্নার, ট্রেন্ট বোল্ট ও কেন উইলিয়ামসনের মতো তারকা ক্রিকেটাররা। প্লেয়ার্স ড্রাফটের জন্য নিবন্ধন করেছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান, লিটন দাস, রিশাদ হোসেনরাও। ২৯ ক্রিকেটার নিবন্ধন করলেও বাংলাদেশের কাউকে দলে নিতে আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিরা।

বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে সবচেয়ে বেশি ১ লাখ ২০ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে ব্রাত্য তারকা এই অলরাউন্ডার। দেশের রাজনৈতিক পরিবর্তনের ফলে আপাতত দেশে আসতে পারছেন না তিনি। এমনকি জাতীয় দলের হয়ে খেলতেও পারছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। 

সারের হয়ে ইংলিশ কাউন্টি খেলতে গিয়ে বোলিং নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাকিব। সেই নিষেধাজ্ঞা থাকলেও দ্য হান্ড্রেডে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যে তাকে রেখেছিলেন টুর্নামেন্টের আয়োজকরা। দ্য হান্ড্রেডের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) দল পাননি সাকিব। কদিন আগে পিএসএলে দল পাওয়া রিশাদ ছিলেন ৬৩ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে। 

৫২ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে ছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। লিটনের সঙ্গে রাখা হয়েছিল ব্যাটার হৃদয় ও স্পিনার শেখ মেহেদীকে। ৪১ হাজার ৫০০ পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছিল তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামের। নির্দিষ্ট ভিত্তিমূল্য নেই এমন ক্যাটাগরিতে নাম দিয়েছিলেন বাংলাদেশের ২০ ক্রিকেটার। 

সেই তালিকায় খালেদ আহমেদের সঙ্গে ছিলেন নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, ইবাদত হোসেন চৌধুরি, জাকির হাসান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, রনি তালুকদার, মোহাম্মদ সাইফউদ্দিন।

যদিও ২৯ ক্রিকেটারের কেউই দ্য হান্ড্রেডে দল পাননি। বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলবেন নিউজিল্যান্ডের বোল্ট, অ্যাডাম মিলনে ও টিম সাউদি। ড্রাফট থেকে লন্ডন স্পিরিট দলে নিয়েছে ওয়ার্নার, উইলিয়ামসন ও অ্যাস্টন টার্নারকে। ম্যানচেস্টার অরিজিনালসে ক্লাসেনের সঙ্গী নূর ও রাচিন। নর্দান সুপারচার্জার্সের হয়ে খেলবেন ডেভিড মিলার, মিচেল স্যান্টনার ও বেন ডোয়ারশিস। 

ওভাল ইনভিন্সিবলে রশিদ খানের সঙ্গী জেসন বেহেরনডর্ফ ও ডোনোভান ফেরেইরা। সাউদার্ন ব্রেভে মাইকেল ব্রেসওয়েল, ফাফ ডু প্লেসি, ফিন অ্যালেন। ট্রেন্ট রকেটসে যোগ দিয়েছেন মার্কাস স্টইনিস, লকি ফার্গুসন ও জর্জ লিন্ডে। ওয়েলশ ফায়ার দলে টেনেছে স্টিভ স্মিথ, ক্রিস গ্রিন ও রাইলি মেরিডিথকে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়