শিরোনাম
◈ পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাড়াতে চায় বাংলাদেশ ◈ ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি পুতিন! ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন ◈ এবার উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য নিয়ে জামাত যে বিবৃতি দিলেন ◈ ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক আর নেই ◈ আছিয়ার মৃত্যুতে কাঁদছে গোটা দেশ, দ্রুত বিচারের আশ্বাস ◈ মাহমুদউল্লাহ রিয়াদের লিগ্যাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে: বিসিবি সভাপতি ◈ বাংলাদেশ সৌদিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে, ক্লোজড ডোর হওয়ায় ফলাফল জানাতে পারেনি বাফুফে ◈ একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে : মির্জা ফখরুল  ◈ বাংলাদেশের জন্য আইএমএফের অর্থ ছাড়ের দুই কিস্তির প্রস্তাব উঠছে জুনে

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ১১:৫৫ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শুভমান গিল আবারো আইসিসির মাসসেরা ক্রিকেটার 

স্পোর্টস ডেস্ক: ভারতের তারকা ক্রিকেটার শুভমান গিল তৃতীয়বার আইসিসির মাসসেরা নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরেও মাসসেরা হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার (১৩ মার্চ) ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে আইসিসি। ছেলেদের ক্রিকেটে গিল সেরা হয়েছেন।  অন্যদিকে মেয়েদের সেরা হয়েছেন অ্যালানা কিং।  

গত মাসে ৫টি ওয়ানডে খেলেছেন গিল। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩ ওয়ানডের পর চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছেন ২ ম্যাচ। ইংলিশদের বিপক্ষে ওই সিরিজে টানা তিন ম্যাচে ফিফটি হাঁকিয়েছেন তিনি। শেষটিতে করেছেন সেঞ্চুরি।  

এরপর চ্যাম্পিয়নস ট্রফিতে সেই ছন্দ ধরে রেখেছিলেন গিল। প্রথম দুই ম্যচেই রানের ফোয়ারা ছুটিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ৪৬ রান। দুটি ম্যাচেই জয় তুলে নেয় পরবর্তীতে চ্যাম্পিয়ন হওয়া ভারত।  

সবমিলিয়ে গত মাসে ১০১.৫০ গড়ে ৪০৬ রান করেন গিল। আর তাতে পেছনে পড়ে যান স্টিভেন স্মিথ ও গ্লেন ফিলপস। চ্যাম্পিয়নস ট্রফি থেকে অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হওয়ার পর ওয়ানডে থেকে অবসর নেওয়া স্মিথের ১৯৬ রানের বিপরীতে কিউই ব্যাটার ফিলিপস ৫ ম্যাচে করে ২৩৬ রান।

মেয়েদের ক্রিকেটে থাইল্যান্ডের থিপাচা পুথাওং ও জাতীয় দলের সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ডকে পেছনে ফেলে ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান লেগস্পিনার কিং। অ্যাশেজে ৯ উইকেট নেন তিনি। তার আগে অস্ট্রেলিয়ানদের মধ্যে এই পুরস্কার জিতেছেন সারাল্যান্ড এবং বেথ মুনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়