শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ উঠে গেলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। তারা নাটকীয় ম্যাচে টাইব্রেকারে ৪-২ গোলে হারালো অ্যাটলেটিকো মাদ্রিদকে। দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ম্যাচের ২৮ সেকেন্ডেই রিয়ালে জালে বল জড়িয়ে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন কনর গ্যালাঘার। গোল শোধে রিয়াল মরিয়া হলেও প্রথমার্ধে তেমন কোনো ছন্দ খুঁজে পাওয়া যায়নি আনচেলত্তির দলের মাঝে।

দ্বিতীয়ার্ধেই ডি বক্সে এমবাপ্পেকে ফাউল করে পেনাল্টি উপহার দেয় অ্যাথলেটিকো। গোল শোধের সুযোগ পেয়েও হাতছাড়া করেন ভিনিসিউস। শেষ পর্যন্ত রিয়াল ম্যাচ হেরে গেলে দুই লেগ মিলিয়ে স্কোর লাইন দাঁড়ায় দুই-দুই। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

রিয়ালের হয়ে টাইব্রেকারে এমবাপ্পে, বেলিংহ্যাম, ভালভার্দে ও রুডিগার লক্ষ্যভেদ করলেও মিস করেছেন লুকাস ভাসকেজ। অন্যদিকে অ্যাটলেটিকোর হয়ে আলেক্সান্দার, আনহেল কোরেয়া গোল করলেও মিস করেছেন আলভারেজ ও মার্কোস লরেন্তে।

এর মধ্যে অদ্ভুত কারণে বাতিল হয় আলভারেজের গোল। ডাবল টাচ হওয়ায় বল জালে জড়ালেও ভিএআর-এ বাতিল হয় গোল। আর এতেই শেষ অ্যাটলেটিকোর চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা। এদিকে, পিএসভির বিপক্ষে ড্র করেও কোয়ার্টারে জায়গা করে নিয়েছে আর্সেনাল। আর ক্লাব ব্রুগকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়