শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০২:০৬ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহমুদউল্লাহর বিদায়ে তামিমের আবেগঘন বার্তা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেয়ার পর এবার ওয়ানডে থেকেও সরে দাঁড়ালেন তিনি। ফলে বাংলাদেশের জার্সিতে আর বাইশ গজে দেখা যাবে না এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।

বুধবার (১২ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ। তিনি লিখেন, সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে।

তার এই বিদায়ে স্মৃতিচারণ ও শ্রদ্ধা জানিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য অভিনন্দন রিয়াদ ভাই। আপনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং মাঠ ও মাঠের বাইরে আপনি আমাদের অনেকের অনুপ্রেরণা। আপনার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার স্মৃতিগুলো মনে পড়বে। দেশের ক্রিকেটে অবদানের জন্য আপনাকে ধন্যবাদ এবং আগামী দিনগুলোর জন্য শুভকামনা।

২০০৭ সালের ২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে ওয়ানডেতে তিনি খেলেছেন ২৩৯ ম্যাচ, যেখানে ৩৬ গড়ে করেছেন ৫ হাজার ৬৮৯ রান। ৩২টি ফিফটি এবং ৪টি সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে। এছাড়া বল হাতে শিকার করেছেন ৮২ উইকেট।

টেস্ট ক্যারিয়ারে ৫০ ম্যাচে ৩২.৭৮ গড়ে করেছেন ২ হাজার ৯১৪ রান, যেখানে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ১৬টি ফিফটি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৪৩ উইকেট।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন মাহমুদউল্লাহ। ১৪১ ম্যাচে ২৩.৭১ গড়ে করেছেন ২ হাজার ৪৪৪ রান এবং নিয়েছেন ৪১ উইকেট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়