শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আয়ারল্যান্ডের আর্থিক দুরাবস্থা, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করলো

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে চলতি বছর ঘরের মাঠে হতে যাওয়া পূর্ণাঙ্গ সিরিজ বাতিল করেছে আয়ারল্যান্ড। আইরিশ বোর্ডের আর্থিক দুরাবস্থার কারণে এই সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের সিরিজ খেলবে দেশটি।

মঙ্গলবার ২০২৫ সালে আন্তর্জাতিক সূচি প্রকাশ করে ক্রিকেট আয়ারল্যান্ড। আগামী মে-জুন মাসে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আতিথিয়তা দেবে আইরিশরা। এরপর সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে তারা। সেখানে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী এই সিরিজের পরই আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল আয়ারল্যান্ডের। সফরে স্বাগতিকদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল আফগানদের। তবে এই সাতটি ম্যাচই বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।

এর আগে আফগানিস্তানে নারী ও শিশুদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাদের বিপক্ষে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করে অস্ট্রেলিয়া। অন্যদিকে আফগানদের বিপক্ষে এখন পর্যন্ত দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলেনি ক্রিকেটের আরেক পরাশক্তি ইংল্যান্ড। এবার আয়ারল্যান্ড সিরিজ বাতিল করায় অনেকেই ধরে নিয়েছে বিষয়টি রাজনৈতিক। কিন্তু বিষয়টি উড়িয়ে দিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জানান, বাজেট স্বল্পতার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

২০১৭ সালের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১০টি টেস্ট খেলেছে আইরিশরা। এর মধ্যে ঘরের মাঠে তারা কেবল দুটি ম্যাচ আয়োজন করেছে। 

এই ফরম্যাটে এখন পর্যন্ত তাদের জয় তিনটিতে, যার প্রথমটি আগে গত বছর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে। বাকি দুটি জয় আসে জিম্বাবুয়ের বিপক্ষে। এর আগে গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের সাদা বলের সিরিজটি আবু ধাবিতে আয়োজন করেছিল আয়ারল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়