স্পোর্টস ডেস্ক : খেলার প্রথমার্ধ দেখে মনে হয়নি বার্সেলোনা এতোটা সহজে জিতবে বলে। কিন্তু তাদের প্রতিপক্ষ বেনফিকা প্রথমার্ধের পর খেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে বার্সেলোনা নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করে খেলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র ফিরতি লেগে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়েছে। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা।
নিজেদের হোম গ্রাউন্ডে খেলা শুরুর ১১ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। লামিন ইয়ামালের দারুণ পাস থেকে সহজ ফিনিশিং রাফিনিয়ার। অবশ্য মিনিট দুয়েকের মাথায় সমতায় ফেরে বেনফিকা। স্কোর শিটে নাম তোলেন নিকোলাস ওটামেন্ডি।
এরপর ম্যাচের ২৭ মিনিটে, দূরপাল্লার দৃষ্টিনন্দন শটে বার্সেলোনাকে এগিয়ে নেন ইয়ামাল। চ্যাম্পিয়নস লিগের ইটিহাসে সবচেয়ে কম বয়সে গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়েন ১৭ বছর ২৪১ দিন বয়সী এই স্প্যানিশ উইঙ্গার। প্রথমার্ধের শেষ দিকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান রাফিনিয়া। চলতি চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ১১তম গোল।
বিরতির পর গোলের তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। পুরো ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রাখা বার্সেলোনা শেষ পর্যন্ত ম্যাচ জেতে ৩-১ ব্যবধানে।