শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ১০:২৯ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসও নিউজিল্যান্ডের ফিলিপসকে ‘প্রজন্ম সেরা’ মানছেন 

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শুভমান গিলের দুর্দান্ত ক্যাচ আর গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে বিরাট কোহলির পয়েন্টে ক্যাচ। পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিজুড়েই এমন অবিশ্বাস্য ফিল্ডিংয়ে ক্রিকেটপ্রেমীদের অবাক  করেছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। 

ফিল্ডিংয়ে দুর্দান্ত রিফ্লেক্স আর বুদ্ধিমত্তার কারণে তাকে তুলনা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডসের সঙ্গে। ফিলিপসের নৈপুণ্য নজর কেড়েছে রোডসেরও। ফিলিপসকে এই প্রজন্মের সেরা ফিল্ডার হিসেবে মেনেও নিয়েছেন প্রোটিয়া কিংবদন্তি। 

সম্প্রতি এক ক্রিকেট ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফিলপসের প্রশংসা করে একটা পোস্ট দিয়েছিলেন। যেখানে তিনি লিখেছিলেন, ‘দুঃখিত, জন্টি রোডস, আমরা বিশ্বাস করি ফিলিপস এই প্রজন্মের সেরা ফিল্ডার। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তির দৃষ্টিগোচর হয়েছে সেই সমর্থকের পোস্ট। রোডস নিজেই সেই পোস্ট শেয়ার দিয়ে লিখেছেন, ‘দুঃখিত হয়ো না, আমি একমত (ফিলিপস এই প্রজন্মের সেরা ফিল্ডার)।

দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ফিলিপসের দারুণ ক্যাচের পরও নিউজিল্যান্ড ৪ উইকেটে হেরে যায়। ম্যাচ হারলেও সতীর্থের দুর্দান্ত ফিল্ডিং স্কিলের প্রতি মুগ্ধতা প্রকাশে বাঁধেনি কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাকে শুভমান গিলের ক্যাচের ব্যাপারে জিজ্ঞেস করা হলে বলেন, ‘সে (ফিলিপস) এটা নিয়মিতই করছে, ঠিক নয় কি?

শুভমান গিলের সেই ক্যাচ নিয়ে এখনও আলোচনা চলছে। ভারতের এই টপ অর্ডার ব্যাটার কাভার ড্রাইভে বলটিকে সীমানা ছাড়া করার চেষ্টা করেছিলেন। কিন্তু ফিলিপসের দুর্দান্ত রিফ্লেক্সের কাছে হার মানতে হয় তাকে। বাতাসে ভাসা বলটা ধরার জন্য ফিলিপস পেয়েছেন এক সেকেন্ডেরও (.৭৮) কম সময়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়