শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ১০:২৯ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসও নিউজিল্যান্ডের ফিলিপসকে ‘প্রজন্ম সেরা’ মানছেন 

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শুভমান গিলের দুর্দান্ত ক্যাচ আর গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে বিরাট কোহলির পয়েন্টে ক্যাচ। পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিজুড়েই এমন অবিশ্বাস্য ফিল্ডিংয়ে ক্রিকেটপ্রেমীদের অবাক  করেছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। 

ফিল্ডিংয়ে দুর্দান্ত রিফ্লেক্স আর বুদ্ধিমত্তার কারণে তাকে তুলনা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডসের সঙ্গে। ফিলিপসের নৈপুণ্য নজর কেড়েছে রোডসেরও। ফিলিপসকে এই প্রজন্মের সেরা ফিল্ডার হিসেবে মেনেও নিয়েছেন প্রোটিয়া কিংবদন্তি। 

সম্প্রতি এক ক্রিকেট ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফিলপসের প্রশংসা করে একটা পোস্ট দিয়েছিলেন। যেখানে তিনি লিখেছিলেন, ‘দুঃখিত, জন্টি রোডস, আমরা বিশ্বাস করি ফিলিপস এই প্রজন্মের সেরা ফিল্ডার। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তির দৃষ্টিগোচর হয়েছে সেই সমর্থকের পোস্ট। রোডস নিজেই সেই পোস্ট শেয়ার দিয়ে লিখেছেন, ‘দুঃখিত হয়ো না, আমি একমত (ফিলিপস এই প্রজন্মের সেরা ফিল্ডার)।

দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ফিলিপসের দারুণ ক্যাচের পরও নিউজিল্যান্ড ৪ উইকেটে হেরে যায়। ম্যাচ হারলেও সতীর্থের দুর্দান্ত ফিল্ডিং স্কিলের প্রতি মুগ্ধতা প্রকাশে বাঁধেনি কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাকে শুভমান গিলের ক্যাচের ব্যাপারে জিজ্ঞেস করা হলে বলেন, ‘সে (ফিলিপস) এটা নিয়মিতই করছে, ঠিক নয় কি?

শুভমান গিলের সেই ক্যাচ নিয়ে এখনও আলোচনা চলছে। ভারতের এই টপ অর্ডার ব্যাটার কাভার ড্রাইভে বলটিকে সীমানা ছাড়া করার চেষ্টা করেছিলেন। কিন্তু ফিলিপসের দুর্দান্ত রিফ্লেক্সের কাছে হার মানতে হয় তাকে। বাতাসে ভাসা বলটা ধরার জন্য ফিলিপস পেয়েছেন এক সেকেন্ডেরও (.৭৮) কম সময়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়