শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ১২:৪৫ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কার্নিভ্যালে আনন্দ করতে গিয়ে সমালোচনার মুখে নেইমার

স্পোর্টস ডেস্ক : সেমিফাইনালে চোটের কারণে খেলতে পারেননি নেইমার। গত সোমবার (১০ মার্চ) শেষ চারের ম্যাচটি করিন্থিয়ানসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে সান্তোস।  খেলতে না পারার কষ্টে কান্না করেছেন নেইমার। মুহূর্তেই তার সেই কান্নার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সেমিফাইনালের আগে গত সপ্তাহে কার্নিভ্যাল দেখতে গিয়েছিলেন নেইমার। যার কারণে তাকে পড়তে হয়েছে সমালোচনার মুখে। 

গত ৩ মার্চ সান্তোস ও ব্রাগানতিনো ম্যাচে বদলি হওয়ার কিছুক্ষণ পরেই কার্নিভ্যাল প্যারেডে দেখা যায় নেইমারকে। তবে চোটের শঙ্কা নিয়ে পার্টিতে যাওয়ার ব্যাপারটি মেনে নিতে পারছেন না অনেকেই। 

সামাজিক যোগাযোগমাধ্যমে লেখক কাসাগ্রান্দে জুনিয়র লিখেছেন, ‘সে সেমিফিইনালের বদলে কার্নিভ্যালকে বেছে নিয়েছে। নেইমার গত পাঁচ বছরের আচরণ আবার ফিরছে। সে নিজের মজা ও আনন্দের জন্য পেশাদারির দিকও বদলে ফেলে।

সমালোচনার মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে সান্তোস নেইমারের কান্নার ভিডিও প্রকাশ করেছে। যেখানে সেমিফাইনালের আগে অশ্রুসিক্ত নেইমার সতীর্থদের উদ্দেশ্যে বলেছেন, এ ধরনের মুহূর্ত খুবই কঠিন। আমি সব দিক থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। যদি সম্ভব হয় আপনারা আমার পাশে থাকবেন। আপনারা জানেন না, মনের দিক থেকে মাঠে নামতে আমি কতটা উম্মুখ হয়ে আছি। 

ইনস্টাগ্রামে নিজের চোট নিয়ে নেইমার লিখেছেন, আমি যে কোনও মূল্যে মাঠে থাকতে চাই এবং দলকে সহায়তা করতে চাই। কিন্তু গত বৃহস্পতিবার আমি অস্বস্তি বোধ করি, যা আমাকে মাঠে নামা থেকে বিরত রেখেছে। তথ্যসূত্র, সময়নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়