শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ০৮:০১ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে ভারত ও নিউজিল্যান্ডের আধিপত্য

স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয় করেছে ভারত। এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছে এক ঝাঁক তারকা ক্রিকেটার। তাদের নিয়ে আসরে সেরা একাদশ তৈরি করেছে আইসিসি। যেখানে দুই ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড থেকে ১০ জন ক্রিকেটার জায়গা পেয়েছে।

সোমবার (১০ মার্চ) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এই একাদশ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। চ্যাম্পিয়নস ভারত থেকে আইসিসির সেরা একাদশে জায়গা পেয়েছেন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল মোহাম্মদ শামি, ম্যাট হেনরি ও বরুণ চক্রবর্তী। আর ১২তম খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে অক্ষর প্যাটেলকে। 

এবারের আসরে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি ও সেমিফাইনালে অজিদের বিপক্ষে দুর্দান্ত পারফরম করেছিলেন বিরাট কোহলি। মিডিল অর্ডারে নিয়ন্ত্রিত ব্যাট করে প্রশংসা কুড়িয়েছেন শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। বিরাট কোহলি ২১৮, আইয়ার ২৪৩ ও লোকেশ রাহুল প্রতি ম্যাচে অপরাজিত থেকে ১৪০ রান করেছেন।

বল হাতে দুর্দান্ত পারফরম করেছেন বরুণ চক্রবর্তী ও মোহাম্মদ শামি। দুজনেই ৯টি করে উইকেট শিকার করেছেন। আর রানার্স আপ নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছে রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরি।
এবারের আসরে সর্বোচ্চ ২৫১ রান করে করেছেন রাচিন রাবিন্দ্রা। আর ব্যাট হাতে ১৭৭ রানের পাশাপাশি ২টি উইকেট ও ৫টি অসাধারণ ক্যাচ নিয়েছেন গ্লেন ফিলিপস। অধিনায়কত্বের পাশাপাশি ৯ উইকেট শিকার মিচেল স্যান্টনার।

ইনজুরির কারণে ফাইনালে খেলতে পারেননি ম্যাট হেনরি। তবে ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি এই কিউই পেসার। বাকি দুইজন হলো আফগানিস্তানের। এবারের আসরে দুর্দান্ত পারফরম করে ইংল্যান্ডকে হারানোর পাশাপাশি সেমিফাইনালের আশা জাগিয়েছিল তারা। যেখানে ব্যাট হাতে ২১৬ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইব্রাহিম জাদরান। আর ১২৬ রানের পাশাপাশি ৭ উইকেট শিকার করেন আজমতুল্লাহ ওমরজাই।

চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশ : রাচিন রবীন্দ্র, ইবরাহিম জাদরান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, গ্লেন ফিলিপস, আজমাতুল্লাহ ওমরজাই, মিচেল স্যান্টনার, মোহাম্মদ শামি, ম্যাট হেনরি, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল (১২তম খেলোয়াড়)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়