শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ০৮:০১ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে ভারত ও নিউজিল্যান্ডের আধিপত্য

স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয় করেছে ভারত। এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছে এক ঝাঁক তারকা ক্রিকেটার। তাদের নিয়ে আসরে সেরা একাদশ তৈরি করেছে আইসিসি। যেখানে দুই ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড থেকে ১০ জন ক্রিকেটার জায়গা পেয়েছে।

সোমবার (১০ মার্চ) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এই একাদশ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। চ্যাম্পিয়নস ভারত থেকে আইসিসির সেরা একাদশে জায়গা পেয়েছেন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল মোহাম্মদ শামি, ম্যাট হেনরি ও বরুণ চক্রবর্তী। আর ১২তম খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে অক্ষর প্যাটেলকে। 

এবারের আসরে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি ও সেমিফাইনালে অজিদের বিপক্ষে দুর্দান্ত পারফরম করেছিলেন বিরাট কোহলি। মিডিল অর্ডারে নিয়ন্ত্রিত ব্যাট করে প্রশংসা কুড়িয়েছেন শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। বিরাট কোহলি ২১৮, আইয়ার ২৪৩ ও লোকেশ রাহুল প্রতি ম্যাচে অপরাজিত থেকে ১৪০ রান করেছেন।

বল হাতে দুর্দান্ত পারফরম করেছেন বরুণ চক্রবর্তী ও মোহাম্মদ শামি। দুজনেই ৯টি করে উইকেট শিকার করেছেন। আর রানার্স আপ নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছে রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরি।
এবারের আসরে সর্বোচ্চ ২৫১ রান করে করেছেন রাচিন রাবিন্দ্রা। আর ব্যাট হাতে ১৭৭ রানের পাশাপাশি ২টি উইকেট ও ৫টি অসাধারণ ক্যাচ নিয়েছেন গ্লেন ফিলিপস। অধিনায়কত্বের পাশাপাশি ৯ উইকেট শিকার মিচেল স্যান্টনার।

ইনজুরির কারণে ফাইনালে খেলতে পারেননি ম্যাট হেনরি। তবে ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি এই কিউই পেসার। বাকি দুইজন হলো আফগানিস্তানের। এবারের আসরে দুর্দান্ত পারফরম করে ইংল্যান্ডকে হারানোর পাশাপাশি সেমিফাইনালের আশা জাগিয়েছিল তারা। যেখানে ব্যাট হাতে ২১৬ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইব্রাহিম জাদরান। আর ১২৬ রানের পাশাপাশি ৭ উইকেট শিকার করেন আজমতুল্লাহ ওমরজাই।

চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশ : রাচিন রবীন্দ্র, ইবরাহিম জাদরান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, গ্লেন ফিলিপস, আজমাতুল্লাহ ওমরজাই, মিচেল স্যান্টনার, মোহাম্মদ শামি, ম্যাট হেনরি, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল (১২তম খেলোয়াড়)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়