শিরোনাম
◈ কানাডার উপর দ্বিগুণ শুল্কের হুমকি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র ◈ পাকিস্তানে ট্রেন হাইজ্যাকের নেপথ্যে বালুচ লিবারেশন আর্মি! এরা কারা? কেন পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে? ◈ অবৈধ অভিবাসীদের জন্য "সেলফ ডিপোর্টেশন " অ্যাপ চালু করলো ট্রাম্প প্রশাসন ◈ আগামী ২৪ ঘণ্টার মধ্যে যে দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ◈ ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে যুবদল নেতা নিহত ◈ "কেজিপ্রতি বিশ টাকা খরচ করে আলু ফলায়ে এখন আট টাকা করে লোকসান গুনতে হচ্ছে, আমরা বাঁচবো কী করে?" ◈ ৬০ মাইল ওপর থেকে মানুষের চেহারা শনাক্ত করবে চীনের গোয়েন্দা স্যাটেলাইট ◈ ভিসার উচ্চ চাহিদার কারণে যাত্রার ৪৫ দিন আগে ভিসার আবেদন করতে বলল থাই দূতাবাস ◈ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ◈ ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ: যা বলছে পুলিশ

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ১০:২৩ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০২৫, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের কাউকে ফাইনালের মঞ্চে না ডাকার ব্যাখ্যা দিলো আইসিসির প্রতিনিধি

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান যে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ, তা কোনো উপায় ছিলো না সমাপনী অনুষ্ঠান দেখে। পুরস্কার বিতরণী মঞ্চে স্বাগতিক দেশের কাউকেই দেখা যায়নি। ফাইনালে পিসিবি সংশ্লিষ্ট কেউ যে উপস্থিত ছিলেন না, তেমনও নয়।

দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের শিরোপা জেতার ম্যাচে উপস্থিত ছিলেন পিসিবির সিইও ও টুর্নামেন্ট পরিচালক সামির আহমেদ সৈয়দসহ আরও একজন। পুরস্কার বিতরণের সময়ও মাঠেই ছিলেন তারা। কিন্তু মঞ্চে কাউকে ডাকা হয়নি, ক্রিকেটারদের হাতে মেডেল তুলে দেয়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব দেবাজিত সাইকিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচাল রজার টোস। 

ফাইনালের মঞ্চে পাকিস্তানের কেউ না থাকায় ইতোমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির দুই সাবেক ক্রিকেটার শোয়েব আখতার এবং ওয়াসিম আকরাম। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন বলছে, পিসিবিও বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ। এমন আচরণের জন্য তারা আইসিসির কাছে ব্যাখ্যা চাইবে বলেও জানা গেছে।

ঘটনা বেশিদূর এগোনোর আগেই সোমবার (১০ মার্চ) পাকিস্তানের গণমাধ্যম জিও সুপারের কাছে এর ব্যাখ্যা দিয়েছে আইসিসির এক মুখপাত্র। নাম প্রকাশে অনিচ্ছুক সেই আইসিসির মুখপাত্র বলেন, পিসিবি প্রধানকে আমন্ত্রণ জানানো হলেও নিজের ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি।  

তিনি আরও বলেন, এসব পুরস্কার বিতরণীতে আইসিসি শুধু বোর্ডের কর্তা ব্যক্তিদের ডেকে থাকে যেমন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, চেয়ারম্যান অথবা সিইও। বোর্ডের অন্যান্য সদস্যরা মাঠে উপস্থিত থাকলেও তাদের ডাকা হয়  না।
পিসিবি কর্তা মহসীন নাকভীর কথা উল্লেখ করলেও নিজের বক্তব্যে পিসিবির সিইও সামির আহমেদ সৈয়দকে না ডাকার কোনো ব্যাখ্যা দেননি আইসিসির সেই মুখপাত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়