শিরোনাম
◈ কানাডার উপর দ্বিগুণ শুল্কের হুমকি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র ◈ পাকিস্তানে ট্রেন হাইজ্যাকের নেপথ্যে বালুচ লিবারেশন আর্মি! এরা কারা? কেন পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে? ◈ অবৈধ অভিবাসীদের জন্য "সেলফ ডিপোর্টেশন " অ্যাপ চালু করলো ট্রাম্প প্রশাসন ◈ আগামী ২৪ ঘণ্টার মধ্যে যে দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ◈ ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে যুবদল নেতা নিহত ◈ "কেজিপ্রতি বিশ টাকা খরচ করে আলু ফলায়ে এখন আট টাকা করে লোকসান গুনতে হচ্ছে, আমরা বাঁচবো কী করে?" ◈ ৬০ মাইল ওপর থেকে মানুষের চেহারা শনাক্ত করবে চীনের গোয়েন্দা স্যাটেলাইট ◈ ভিসার উচ্চ চাহিদার কারণে যাত্রার ৪৫ দিন আগে ভিসার আবেদন করতে বলল থাই দূতাবাস ◈ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ◈ ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ: যা বলছে পুলিশ

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনিল গাভাস্কার পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন: ইনজামাম উল হক 

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে পাকিস্তান বিদায় নেয়ায় ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনিল গাভাস্কার মন্তব্য করেছিলেন, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের নিয়ে গড়া পাকিস্তানকে ভারতের ‘বি’ দলও কঠিন চ্যালেঞ্জ জানাবে। তার এমন মন্তব্যে চটেছেন ইনজামাম উল হক। পরিসংখ্যান দেখার পরামর্শ দেয়ার পাশাপাশি গাভাস্কারকে মুখের লাগাম টানতে বলেছেন তিনি।

একটা সময় ভারতের বিরুদ্ধে দাপট দেখালেও সাম্প্রতিক বছরগুলোতে বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে পেরে উঠতে পারছে না পাকিস্তানের বর্তমান ক্রিকেট দল। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপাক্ষিক সিরিজ না হলেও আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে প্রতি বছরই খেলার সুযোগ হচ্ছে তাদের। সবশেষ তিন আইসিসি টুর্নামেন্টে গড়পড়তা পারফর্ম করেছে পাকিস্তান। -ক্রিকফ্রেঞ্জি

সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ভারতের টিভিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দ্বৈরথ নিয়ে হাইপ তোলা হলেও মাঠের ক্রিকেটে সেটার প্রতিফলন দেখা যায় না। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি, কোথাও ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। এমন অবস্থায় গাভাস্কার জানিয়েছেন বর্তমান সময়ের পাকিস্তান দলকে ভারতের দ্বিতীয় সারির দলও কঠিন চ্যালেঞ্জ জানাবে। ভারতের সাবেক ব্যাটারের এমন কথা ভালোভাবে নেননি ইনজামাম। 

পাকিস্তানের অবস্থান খুঁজে পেতে গাভাস্কারকে পরিসংখ্যান দেখতে বলেছেন তিনি। সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে না পারলেও মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে পাকিস্তান। ১৯৭৮ সাল থেকে এখন পর্যন্ত একে অপরের বিপক্ষে ১৩৬ ওয়ানডে খেলেছেন দুই দল। যেখানে ভারতের ৫৮ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৭৩ ম্যাচে। পাকিস্তানকে নিয়ে এমন বাজে মন্তব্যে গাভাস্কার নিজের লিগ্যাসিকে অবমূল্যায়ন করছেন বলে জানিয়েছেন ইনজামাম।

পাকিস্তানের ২৪ নিউজ এইচপি টিভির সঙ্গে আলাপকালে ইনজামাম বলেন, তাকে (গাভাস্কারকে) কেউ পরিসংখ্যান দেখতে বলুন। তাহলেই তিনি জানতে পারবেন পাকিস্তানের অবস্থান কোথায়। তার মতো একজন এমন মন্তব্য করায় আমি খুব দুঃখ পেয়েছি। তিনি অনেক বড় মাপের ও সম্মানীয় ক্রিকেটার। কিন্তু এ ধরনের কথাবার্তা বলে তিনি নিজের লিগ্যাসিকে অবমূল্যায়ন করছেন। তার মুখে সামলে কথা বলা উচিত।

পরিসংখ্যান দেখার পরামর্শ দেয়ার পাশাপাশি গাভাস্কারকে খোঁচাও দিয়েছেন ইনজামাম। পাকিস্তানের সাবেক অধিনায়ক জানান, শারজাহতে পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে বাঁচতে একবার নাকি গাভাস্কার পালিয়েও গিয়েছিলেন। ভারতকে নিয়ে প্রশংসা করলেও অন্য কোনো দলকে নিয়ে এমন কুরূচিপূর্ণ মন্তব্য থেকে বিরতি থাকতে বলেছেন ইনজামাম।

তিনি বলেন, ভারত ম্যাচ জিতেছে, তারা ভালো খেলেছে কিন্তু কিন্তু মিস্টার গাভাস্কারের পরিসংখ্যানের দিকে তাকানো উচিত। পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে বাঁচতে একবার তিনি শারজাহ থেকে পালিয়েছিলেন। বয়সে সে আমাদের চেয়ে বড়। তাই আমরা তাকে শ্রদ্ধা করি। কিন্তু অন্য দেশ সম্পর্কে এ ধরনের মন্তব্য করা উচিত নয়। আপনার দল নিয়ে যত খুশি প্রশংসা করুন। অবশ্যই সেই অধিকার আপনার আছে। কিন্তু অন্য দল নিয়ে এ ধরনের মন্তব্য কুরূচিপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়