শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ১০:০৭ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহারের জন্য বিসিবিকে অনুরোধ জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ 

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। তিনি অনুরোধ করেছেন বোর্ডকে, কোন ফরম্যাটে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার জন্য। বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।  

মাহমুদউল্লাহ রিয়াদ নাম প্রত্যাহার করে নেয়ায় তাকে ছাড়াই এখন কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করবে বিসিবি। যার অর্থ বিসিবির সঙ্গে মাহমুদউল্লাহ কেন্দ্রীয় চুক্তির শর্ত গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। মার্চ থেকে কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটার থাকবেন না তিনি।

কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহর মতো নাম ছিল মুশফিকুর রহিমেরও। তিনি টেস্ট ও ওয়ানডে খেলবেন এটা ধরেই নাম প্রস্তাব করা হয়েছিল। তবে মুশফিক আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নেয়ায় শুধুমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন তিনি। প্রস্তাবিত তালিকায় মুশফিক ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন। তাকে নামিয়ে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হতে পারে।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। দুই ম্যাচ খেলে মুশফিকের পারফরম্যান্স ভালো ছিল না। এক ম্যাচ খেলে ব্যর্থ হন রিয়াদ। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরেই তাদের বিদায় বলার গুঞ্জন ছিল। তবে মুশফিক দেশে ফিরে ওয়ানডে থেকে অবসর ঘোষণা করলেও রিয়াদ তেমন কিছুর ঘোষণা দেননি। জানা গেছে, টেস্ট ও টি-২০’র মতো ওয়ানডে ফরম্যাটও মাঠ থেকে ছাড়তে চান রিয়াদ। তাতে সমর্থন আছে বিসিবিরও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়