শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫, ১১:৪১ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, মাসে তাসকিন পাবেন ১০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করে বোর্ড। পাঁচটি ক্যাটাগরিতে মোট ২২ জন ক্রিকেটার আছেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে। এ+ ক্যাটারগিতে আছেন কেবল তাসকিন আহমেদ।

এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকায় আছেন মোট ২২ জন খেলোয়াড়। তার মধ্যে এ+ ক্যাটাগরিতে আছেন একমাত্র তাসকিন আহমেদ। প্রতি মাসে তিনি বেতন পাবেন ১০ লাখ টাকা।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ ‘এ’ ক্যাটাগরিতে আছেন মোট চারজন ক্রিকেটার। বাকি ৩জন হলেন- মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। প্রতি মাসে তারা বেতন পাবেন ৮ লাখ টাকা করে।

কেন্দ্রীয় চুক্তিতে কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে:

 ক্যাটাগরি, ক্রিকেটারের নাম, বেতন

এ+   তাসকিন আহমেদ    ১০ লাখ
এ’   নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম  ৮ লাখ করে।

বি’  মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ (নাম প্রত্যাহার), মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা ৬ লাখ করে।

সি’ সাদমান ইসলাম, সৌম্য সররকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান ৪ লাখ করে।

ডি’    নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ ২ লাখ করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়