শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫, ০৭:২১ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ৮ বছর বিশ্ব ক্রিকেটে ভারতের রাজত্ব দেখছেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের পর বিরাট কোহলি মনে করছেন, আগামী আট বছর বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়ানোর ক্ষমতা রাখে ভারত।

রোববার দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয় শিরোপা ঘরে তোলে ভারত। শিরোপা লড়াইয়ে ব্যাট হাতে ১ রানের বেশি করতে না পারা কোহলি, দলকে ফাইনালে ওঠাতে বড় অবদান রাখেন। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতেন ম্যাচসেরার পুরস্কার। - অলআউট স্পোর্টস

ম্যাচ শেষে সম্প্রচারকদেরকে দেওয়া সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী এই ব্যাটার বলেন, যখন আপনি বিদায় নেন, তখন চাইবেন দলকে আগের চেয়ে ভালো অবস্থানে রেখে যেতে। আমার মনে হচ্ছে, আমাদের এই দল আগামী আট বছর বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। শুভমান (গিল) অসাধারণ ছিল, শ্রেয়াস (আইয়ার) দুর্দান্ত খেলেছে, কেএল (রাহুল) ম্যাচ শেষ করেছে, আর হার্দিক (পান্ডিয়া) ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছে।

চ্যাম্পিয়নস ট্রফির আগে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ হারের পর বেশ সমালোচনার মুখে পড়েছিল ভারত। পাঁচ ম্যাচের সিরিজটি হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যায় তারা। আর তাই এই টুর্নামেন্ট জয়কে দলের পুনরুত্থানের প্রতীক হিসেবে দেখছেন ওয়ানডেতে ১৪ হাজারের বেশি রান করা কোহলি।

এটা অসাধারণ ছিল। অস্ট্রেলিয়ায় কঠিন সফরের পর আমরা ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম, বড় কোনো শিরোপা জিততে চেয়েছিলাম — আর শেষ পর্যন্ত আমরা সেটা করতে পেরেছি। সত্যিই অসাধারণ লাগছে।

শুভমান গিলের সঙ্গে উদযাপনের সময় দলের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ড্রেসিংরুমে এত প্রতিভা আছে। তারা নিজেদের খেলা আরও উন্নত করতে চাইছে। আর আমরা (সিনিয়ররা) কেবল তাদের সহায়তা করতে চাই, নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই। এটাই এই ভারতীয় দলকে এত শক্তিশালী করে তুলেছে।

টুর্নামেন্টজুড়ে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট কোহলি বলেন, এমন মুহূর্তগুলোর জন্যই আমরা খেলি — চাপের মধ্যে পারফর্ম করা, সামনে থেকে নেতৃত্ব দেওয়া। পুরো দল, প্রত্যেকেই কোনো না কোনো সময় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমরা অসাধারণ একটি দলের অংশ হয়েছি, অনুশীলনে আমরা যেরকম পরিশ্রম করেছিৃ এটা দারুণ লাগছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়