স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করেছে। পূর্বের নাম সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের বদলে নতুন নাম হয়েছে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি এক চিঠিতে স্থাপনার নাম পরিবর্তনের ব্যাপারটি সংশ্লিষ্টদের অবহিত করেছেন। গত আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। তারই ধারাবাহিকতায় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করা হয়েছে। এর আগে আওয়ামী লীগ আমলে সাবেক অ্যাথলেট ও শেখ কামালের প্রয়াত বধূর নামে নামকরণ হয়েছিল।
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড়ির ছাদে গুলিবিদ্ধ হয়ে ছয় বছরের শিশু রিয়া গোপ মারা যায়। আন্দোলনের সময় ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। আন্দোলন চলাকালে ১৯ জুলাই বিকেলে শহরের নয়ামাটি এলাকায় বাসার ছাদে খেলছিল শিশু রিয়া গোপ।
এসময় একটি গুলি এসে রিয়ার মাথায় লাগে। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর মারা যায় সে। একমাত্র সন্তানের করুণ মৃত্যুতে পাগলপ্রায় হয়ে পড়েন রিয়ার পরিবারের সদস্যরা।
নয়ামাটি এলাকায় পাঁচতলা দ্বীনবন্ধু মার্কেটের পঞ্চম তলায় পরিবার নিয়ে থাকেন দীপক কুমার গোপ। দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল রিয়া। বিয়ের পাঁচ বছর পর এ দম্পতির ঘর আলো করে আসে রিয়া। দেখতে পুতুলের মতো সুন্দর। এ বছরই রিয়া নয়ামাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছিল।
সেদিনের ঘটনার বর্ণনা দেন রিয়ার বাবা দীপক কুমার গোপ। বাড়ির সামনে খেলাধুলার জায়গা নেই। সেদিনও অন্যান্য দিনের মতো ছাদের খেলছিল রিয়া। হঠাৎ ভবনের নিচে ও চারপাশে হইচই, চিৎকার চেঁচামেচি আর গুলির শব্দ শুনে দৌড়ে ছাদে যান মেয়েকে ঘরে আনতে। মেয়েকে কোলে তুলে নিতেই বুলেট এসে বিদ্ধ হয় রিয়ার মাথায়। মুহূর্তেই ঢলে পড়ে বাবার কোলে।
রক্তে ভিজে যায় পুরে শরীর। দ্রুত রিয়াকে নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে। চিকিৎসক অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। রাতেই মাথায় অস্ত্রোপচার হয়। সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানান চিকিৎসকরা।
রিয়াকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। বলা হয়, ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাবে না। অস্ত্রোপচারের পর শনিবার পার হয়। দুই দিন আইসিইউতে একটু একটু করে আঙুল নাড়ছিল রিয়া। স্বজনদের বুকে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু তৃতীয় দিন সকালের দিকে রিয়ার সে নড়াচড়াও থেমে যায়। সবাইকে কাঁদিয়ে রিয়া চলে যায় না-ফেরার দেশে। রিয়ার মৃত্যুতে আন্দোলন আরও বেগবান হয়েছিল। সেই রিয়া গোপের স্মরণেই মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ করল জাতীয় ক্রীড়া পরিষদ।
এর আগে গত সপ্তাহে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে জাতীয় স্টেডিয়াম রাখা হয়েছে। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের নাম বদলে রাখা হয়েছে ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’। এটির অবস্থান জাতীয় স্টেডিয়ামের সামনেই। এছাড়া রমনায় অবস্থিত শেখ জামাল টেনিস কমপ্লেক্সের নাম পরিবর্তন করে ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’ রাখা হয়েছে। আর শেখ কামালের নাম বাদ দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের সবচেয়ে বড় অডিটোরিয়ামের নতুন নাম রাখা হয়েছে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন।
রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্রীড়া স্থাপনার নামও পরিবর্তন করা হয়েছে।