শিরোনাম
◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও) 

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৫, ০৭:৫২ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড প্রাইম ব্যাংকের, নাঈমের ১৭৬

স্পোর্টস ডেস্ক : প্রাইম ব্যাংকের দুর্দান্ত শুরুর পর তা-ব চালালেন নাঈম শেখ। ক্যারিয়ার সেরা ইনিংসে করলেন দেড়শ রানের উপরে। সঙ্গে ফিফটির দেখা পান সাব্বির হোসেন ও সাজ্জাদুল হক। ব্যাটারদের এমন নৈপুণ্যে দেশের ইতিহাসে প্রথমবার চারশ ছাড়ানো সংগ্রহ আসে।  

ঢাকা প্রিমিয়ার লিগে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ৪২২ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ডিপিএলের পাশাপাশি বাংলাদেশের মাঠে লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই দলীয় সর্বোচ্চ রান। দেশের মাঠে এর আগের রেকর্ডটি ২০২২ সালের। চট্টগ্রামে ৮ উইকেটে ৪০৯ রান করেছিল ভারত। আর ডিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯৩ সংগ্রহের রেকর্ড আবাহনীর।  

টস হেরে আগে ব্যাট করতে নেমে সাব্বির ও নাঈম প্রাইম ব্যাংককে এনে দেন উড়ন্ত শুরু। উদ্বোধনী জুটিতে তারা ১১০ বলে যোগ করেন ১৪০ রান। ৪৪ বলে পঞ্চাশ স্পর্শ করে সাব্বিরের বিদায়ের পর ভাঙে এই জুটি। ৬৩ বলে ৭৩ করে সাজঘরে ফেরেন তিনি। তিনে নেমে জাকির ইনিংস লম্বা করতে পারেননি। চারে নামা শাহাদাতও দ্রুত বিদায় নেন। তবে লড়তে থাকেন নাঈম। ৩৮ বলে পঞ্চাশ ছুঁয়ে তিনি ৮২ বলে তুলে নেন সেঞ্চুরি।

শতক পূর্ণ করেও থামেননি নাঈম। পরের ২৪ বলে দেড়শ স্পর্শ করে সংগ্রহ বাড়াতেই থাকেন। তবে দুইশর ঘরে যেতে পারেননি। সালাউদ্দিন শাকিলের শিকার হয়ে ফেরেন ১৭৬ রানে। তার ১২৫ বলের ইনিংসটি সাজানো ছিল ১৮ চার ও ৮ ছক্কায়। শেষদিকে জড়ো ব্যাট চালান আবদুল্লাহ আল মামুন। সঙ্গে সাজ্জাদুলকে নিয়ে ৮৪ রান যোগ করেন। ২২ বলে ৪০ রান করে মামুন বিদায় নিলেও সাজ্জাদুল টিকে থাকেন শেষ পর্যন্ত। ৩৭ বলে পঞ্চাশ ছুঁয়ে অপরাজিত থাকেন তিনি

  • সর্বশেষ
  • জনপ্রিয়