শিরোনাম
◈ এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের চ্যাম্পিয়ন হলো ভারত ◈ তামিম ইকবালের অপরাজিত শতকে মোহামেডানের বড় জয়  ◈ ঢাবি শিক্ষার্থীদের ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ (ভিডিও) ◈ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ, ফিরতি ২৪ মার্চ ◈ যেই অপরাধী হোক তাকে আমরা ওখানেই গ্রেপ্তার করবো: তথ্য উপদেষ্টা ◈ সোমবার নতুন দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি ◈ ছাত্রদলের প্রশংসা করে যা বললেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম ◈ টাকার জন্য খেলে পাকিস্তান, শিরোপার জন্য খেলে ভারত: মোহাম্মদ হাফিজ ◈ নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তাল দেশ, দ্রুত বিচার দাবি ◈ ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ 

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৫, ১১:২৯ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

সাউদাম্পটনকে হারিয়ে শিরোপা জয়ের পথে লিভারপুল

স্পোর্টস ডেস্ক : লিভারপুলের ইংলিশ শিরোপা ঘরে তোলাটা এখন সময়ের ব্যাপার। শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান ১৬ পয়েন্টে নিয়ে গেছে তারা।  ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট লিভারপুলের। দুই ম্যাচ কম খেলা আর্সেনাল ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে।

প্রথমার্ধে উইল স্মলবোনের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ডারউইন নুনেজের গোলে সমতায় ফেরে লিভারপুল। ৫৫ ও ৮৮ মিনিটে পেনাল্টি থেকে দুই গোল করে দলকে জেতান সালাহ। সময়নিউজ

চলতি মৌসুমে ২৯ ম্যাচে ২৭ গোল করে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা সালাহ। নামের পাশে অ্যাসিস্ট আছে ১৭টি। সব মিলিয়ে ৪৪ গোলে অবদান রেখেছেন এই মিশরীয়। তাতে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলে অবদানের রেকর্ড ছুঁয়েছেন তিনি।

৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর এক মৌসুমে সর্বোচ্চ ৪৪ গোলে অবদান রাখার রেকর্ডটি এতদিন ভাগাভাগি করছিলেন আর্সেনালের কিংবদন্তি থিয়েরি অঁরি ও ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড। লিগে ৯ ম্যাচ হাতে রেখেই তাদের ছুঁয়ে ফেলেছেন সালাহ। 

তবে ইংলিশ লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলে অবদানের রেকর্ড নিজের করে নিতে আরও ৪তি গোল করতে হবে সালাহকে। ৪৭ গোলে অবদান রেখে শীর্ষে অ্যান্ডি কোল ও অ্যালান শিয়েরার।  তবে তারা এই কীর্তি গড়েছেন ৩৮ ম্যাচের লিগ ফরম্যাটের আগে।

একই দিনে লিভারপুলের জার্সিতে তৃতীয় সর্বোচ্চ গোলের মালিক বনে গেছেন সালাহ। ২০১৭ সালে ক্লাবটিতে যোগ দেয়ার পর ৩৯০ ম্যাচে ২৪২ গোল করে গর্ডন হজসনকে পেছনে ফেলেছেন তিনি। ৩৭৭ ম্যাচে ২৪১ গোল করেছিলেন হজসন। ৪৯২ ম্যাচে ২৮৫ গোল নিয়ে রোজার হান্ট এবং ৬৬০ ম্যাচে ৩৪৬ গোল নিয়ে শীর্ষে আছেন ইয়ান রাশ।

একই সঙ্গে যৌথভাবে প্রিমিয়ার লিগের ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ গোলদাতাও বনে গেছেন এই মিশরীয়। ১৮৪ গোল করে বসেছেন ম্যানচেস্টার সিটির কিংবদন্তি সার্জিও আগুয়েরোর পাশে। ১৮৪ গোল করতে ২৭৫ ম্যাচ খেলতে হয়েছিল আগুয়েরোকে। সালাহর লেগেছে ২৮০ ম্যাচ।

লিগে আর মাত্র ৩টি গোল করতে পারলেই অ্যান্ডি কোলকে ছুঁয়ে ফেলবেন সালাহ। তবে শীর্ষ তিনে জায়গা করে নিতে আরও বেশ কিছুটা পথ পাড়ি দিতে হবে তাকে। ২০৮ গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন ওয়েইন রুনি। ২১৩ গোলের মালিক হ্যারি কেন। ২৬০ গোল নিয়ে সবার ওপরে শিয়েরার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়