শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ০৯:৩১ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণ ক্রিকেটারদের জন্য মুশফিকুর রহিম  অনুপ্রেরণা: অ্যালান ডোনাল্ড

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী ক্রিকেটার অ্যালান ডোনাল্ড প্রায় দেড় বছর জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। তার সময় পেসারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। পেসারদের নিয়ে কাজ করলেও দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তির সঙ্গে দারুণ সখ্যতা ছিল মুশফিকুর রহিমেরও। সদ্য ওয়ানডেকে বিদায় জানানো এই ব্যাটারকে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য অনুকরণীয় বলে আখ্যা দিয়েছেন তিনি।

গত বুধবার রাতে ফেইসবুকে এক পোস্টের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান মুশফিক। ২০২২ সালের মার্চে জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব পান ডোনাল্ড। খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্কও ছিল দারুণ। তার সময়ে পেস আক্রমণে ব্যাপক উন্নতি হওয়ায় দেশের ক্রিকেটপ্রেমীদের কাছেও শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু ২০২৩ সালের ওয়নাডে বিশ্বকাপের পর তাকে বিদায় করে দেয় বিসিবি।

তবে দায়িত্ব ছাড়লেও নিয়মিতই বাংলাদেশ ক্রিকেটের খোঁজ রাখেন ডোনাল্ড। দলের ও ব্যক্তিগত সাফল্য নিয়ে প্রায়শই নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিয়ে শুভেচ্ছাও জানান দক্ষিণ আফ্রিকার হয়ে ৬০২ আন্তর্জাতিক উইকেট নেওয়া এই পেসার।

শনিবার ইনস্টাগ্রামে এক পোস্টে ৫৮ বছর বয়সী ডোনাল্ড লেখেন, আমি আজ সকালেই জানতে পারলাম মুশফিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছে। বাংলাদেশ দলের সঙ্গে আমি যেই সময়টুকু কাটিয়েছি, মুশির সঙ্গে আমার সম্পর্কটা আমি দারুণভাবে উপভোগ করেছি।

মুশফিকের পেশাদারিত্বের প্রশংসা করে জাতীয় দলের সাবেক কোচ এই লেখেন, সে খুবই পেশাদারিত্বের সঙ্গে তার খেলার প্রতিটি অংশের জন্য কঠোর পরিশ্রম করতো। আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল কে প্রশিক্ষণে কতটা নিখুঁত এবং এক্ষেত্রে মুশি একদম পেশাদার ছিল। বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে যারা তোমাকে অনুকরণ করতে চায় তাদের জন্য তুমি বড় উদাহরণ। সামনের দিনের জন্য শুভকামনা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়