শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ১২:১৪ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শাইনপুকুর হারালো ব্রাদার্স ইউনিয়নের দুই সেঞ্চুরিয়ানের কাছে

স্পোর্টস ডেস্ক : ব্রাদার্স ইউনিয়নের সামনে ২৮৮ রানের লক্ষ্যটা একেবারে কম নয়। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ঢাকা ডিভিশন প্রিমিয়ার ক্রিকেট লিগে এটা তাড়া করতেই ব্রাদার্স ইউনিয়নের দুজন সেঞ্চুরির দেখা পেলেন। মাহফিজুল ইসলাম ও মিজানুর রহমানের জোড়া সেঞ্চুরিতে ৭ উইকেটে জিতল ব্রাদার্স।

বিকেএসপির ৪ নম্বর মাঠে রান তাড়া করতে নামা ব্রাদার্স ২ রানেই হারায় ইমতিয়াজ হোসেনের উইকেট। শূন্য রানে মাঠ ছাড়েন ব্রাদার্স ওপেনার। এরপর ২৫০ রানের লম্বা জুটি জয় মাহফিজুল ও মিজানুরের মধ্যে। মিজানুর ১২৯ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১৩৬ রান করে রিটায়ার্ড হার্ট হন।

স্কোর বোর্ডে আর ১৩ রান যোগ হওয়ার পর বিদায় নেন মাহফিজুল। ১২৭ বলে ১১৪ রান করেন তিনি। ব্রাদার্স দলপতি মাইশুকুর রহমান ১৭, অলক কাপালি ৯ ও জাহিদুজ্জামান ৪ রান করেন। রহিম আহমেদ ২ ও গোলাম কিবরিয়া নে ১টি উইকেট।

রহিম এর আগে ৫ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপে পুড়েন। ৯৫ রান করে রাকিবুল আতিককে উইকেট দেন তিনি। বাকিদের মধ্যে রাফসান রহমান ৪৭, অনিক সরকার ৪০ ও কিবরিয়া ২১ রান করেন। ব্রাদার্সের হয়ে ৫০ রানে ৫ উইকেট নেন আল আমিন হোসেন।

মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। তাদের দেওয়া ২১৭ রানের লক্ষ্য ৪৭.৪ ওভারে পেরিয়েছে গাজী। গাজীর অমিত হাসান করেন সর্বোচ্চ ৮৯ রান। অগ্রণীর সাদিকুর রহমানের ব্যাট থেকেও ৮০ রান আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়