শিরোনাম
◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও) 

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ১২:১৪ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শাইনপুকুর হারালো ব্রাদার্স ইউনিয়নের দুই সেঞ্চুরিয়ানের কাছে

স্পোর্টস ডেস্ক : ব্রাদার্স ইউনিয়নের সামনে ২৮৮ রানের লক্ষ্যটা একেবারে কম নয়। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ঢাকা ডিভিশন প্রিমিয়ার ক্রিকেট লিগে এটা তাড়া করতেই ব্রাদার্স ইউনিয়নের দুজন সেঞ্চুরির দেখা পেলেন। মাহফিজুল ইসলাম ও মিজানুর রহমানের জোড়া সেঞ্চুরিতে ৭ উইকেটে জিতল ব্রাদার্স।

বিকেএসপির ৪ নম্বর মাঠে রান তাড়া করতে নামা ব্রাদার্স ২ রানেই হারায় ইমতিয়াজ হোসেনের উইকেট। শূন্য রানে মাঠ ছাড়েন ব্রাদার্স ওপেনার। এরপর ২৫০ রানের লম্বা জুটি জয় মাহফিজুল ও মিজানুরের মধ্যে। মিজানুর ১২৯ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১৩৬ রান করে রিটায়ার্ড হার্ট হন।

স্কোর বোর্ডে আর ১৩ রান যোগ হওয়ার পর বিদায় নেন মাহফিজুল। ১২৭ বলে ১১৪ রান করেন তিনি। ব্রাদার্স দলপতি মাইশুকুর রহমান ১৭, অলক কাপালি ৯ ও জাহিদুজ্জামান ৪ রান করেন। রহিম আহমেদ ২ ও গোলাম কিবরিয়া নে ১টি উইকেট।

রহিম এর আগে ৫ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপে পুড়েন। ৯৫ রান করে রাকিবুল আতিককে উইকেট দেন তিনি। বাকিদের মধ্যে রাফসান রহমান ৪৭, অনিক সরকার ৪০ ও কিবরিয়া ২১ রান করেন। ব্রাদার্সের হয়ে ৫০ রানে ৫ উইকেট নেন আল আমিন হোসেন।

মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। তাদের দেওয়া ২১৭ রানের লক্ষ্য ৪৭.৪ ওভারে পেরিয়েছে গাজী। গাজীর অমিত হাসান করেন সর্বোচ্চ ৮৯ রান। অগ্রণীর সাদিকুর রহমানের ব্যাট থেকেও ৮০ রান আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়