শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ১২:১৪ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শাইনপুকুর হারালো ব্রাদার্স ইউনিয়নের দুই সেঞ্চুরিয়ানের কাছে

স্পোর্টস ডেস্ক : ব্রাদার্স ইউনিয়নের সামনে ২৮৮ রানের লক্ষ্যটা একেবারে কম নয়। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ঢাকা ডিভিশন প্রিমিয়ার ক্রিকেট লিগে এটা তাড়া করতেই ব্রাদার্স ইউনিয়নের দুজন সেঞ্চুরির দেখা পেলেন। মাহফিজুল ইসলাম ও মিজানুর রহমানের জোড়া সেঞ্চুরিতে ৭ উইকেটে জিতল ব্রাদার্স।

বিকেএসপির ৪ নম্বর মাঠে রান তাড়া করতে নামা ব্রাদার্স ২ রানেই হারায় ইমতিয়াজ হোসেনের উইকেট। শূন্য রানে মাঠ ছাড়েন ব্রাদার্স ওপেনার। এরপর ২৫০ রানের লম্বা জুটি জয় মাহফিজুল ও মিজানুরের মধ্যে। মিজানুর ১২৯ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১৩৬ রান করে রিটায়ার্ড হার্ট হন।

স্কোর বোর্ডে আর ১৩ রান যোগ হওয়ার পর বিদায় নেন মাহফিজুল। ১২৭ বলে ১১৪ রান করেন তিনি। ব্রাদার্স দলপতি মাইশুকুর রহমান ১৭, অলক কাপালি ৯ ও জাহিদুজ্জামান ৪ রান করেন। রহিম আহমেদ ২ ও গোলাম কিবরিয়া নে ১টি উইকেট।

রহিম এর আগে ৫ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপে পুড়েন। ৯৫ রান করে রাকিবুল আতিককে উইকেট দেন তিনি। বাকিদের মধ্যে রাফসান রহমান ৪৭, অনিক সরকার ৪০ ও কিবরিয়া ২১ রান করেন। ব্রাদার্সের হয়ে ৫০ রানে ৫ উইকেট নেন আল আমিন হোসেন।

মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। তাদের দেওয়া ২১৭ রানের লক্ষ্য ৪৭.৪ ওভারে পেরিয়েছে গাজী। গাজীর অমিত হাসান করেন সর্বোচ্চ ৮৯ রান। অগ্রণীর সাদিকুর রহমানের ব্যাট থেকেও ৮০ রান আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়