শিরোনাম
◈ আমরা একমতের জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছি, সেগুলো নিয়ে অগ্রসর হব: এনসিপির সঙ্গে বৈঠকে আলী রীয়াজ ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের ◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ১২:১২ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের ব্রোঞ্জ পদক জয়

নিজস্ব প্রতিবেদক: ইরানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে যে প্রতিশ্রুতি নারী খেলোয়াড়রা দিয়েছিলেন, তা তারা রক্ষাও করেছেন। ইরানে অনুষ্ঠিত এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে যাত্রা থামলেও ব্রোঞ্জ নিয়েই দেশে ফিরছেন শ্রাবনী-বৃষ্টিরা।

শুক্রবার (৭ মার্চ) এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ইরানের কাছে হেরে যাত্রা শেষ করে বাংলাদেশ। স্বাগতিক ইরানের কাছে ৪১-১৮ পয়েন্টে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ব্রোঞ্জ আগেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। কারণ কাবাডিতে সেমিফাইনালে বিজিত দলও ব্রোঞ্জ পদক পায়।  

দুপুরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। ওই জয়েই মূলত ব্রোঞ্জ নিশ্চিত হয় বাংলাদেশের। ম্যাচটিতে থাইল্যান্ডকে ৪২-২৭ পয়েন্টে হারায় বাংলাদেশ। বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠা ইরানের শিরোপার মঞ্চে প্রতিপক্ষ ভারত। প্রথম সেমিফাইনালে নেপালকে ৫৬-১৮ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছে ভারতীয়রা। আগামীকাল (৮ মার্চ) অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

 সেমিফাইনালের বাধা টপকাতে না পারলেও ব্রোঞ্জ জয় বাংলাদেশের জন্য গর্বের বলে মনে করেন কোচ শাহনাজ পারভীন মালেকা। তিনি বলেন, ‘এটা বাংলাদেশ কাবাডির জন্য গর্বের এক মুহূর্ত। খেলোয়াড় হিসেবে আমি এই টুর্নামেন্টে অংশ নিলেও পদক জিততে পারিনি। আজ কোচ হিসেবে আমার সেই স্বপ্ন পূরণ হলো।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়