শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বেন স্টোকসকে ওয়ানডে দলের অধিনায়ক করার কথা ভাবছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক :  বেন স্টোকস টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতে আগেই সাদা বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এবার তাকেই ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক করার ভাবছে ইংল্যান্ড। দেশটির পুরুষ ক্রিকেট দলের পরিচালক রব কির মতে, স্টোকসকে এই দায়িত্বের জন্য বিবেচনা না করাটা  বোকামি হবে।

সাদা বলের ক্রিকেটে টানা ব্যর্থতা এবং চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন জস বাটলার। তার উত্তরসূরি হিসেবে হ্যারি ব্রুকের নামটি এতদিন সামনে এলেও এবার যোগ হলো স্টোকসের নামও। ক্রিকফ্রেঞ্জি

২০২২ সালে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পান স্টোকস। সে বছরই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলার জন্য আবারও দলে ফিরলেও এরপর থেকে সাদা বলের ক্রিকেটে তাকে আর দেখা যায়নি।

অন্যদিকে ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের তিন ফরম্যাটের কোচের দায়িত্ব নেওয়ার পর স্টোকস সাদা বলের দলে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। স্টোকসকে অধিনায়ক করার বিষয়ে বৃহস্পতিবার লর্ডসে কি বলেন, কোনো কিছুই উড়িয়ে দেওয়া হচ্ছে না। সব ধরনের বিকল্প ভেবে দেখা হচ্ছে, কী করা সবচেয়ে ভালো হবে। বেন স্টোকস আমার দেখা অন্যতম সেরা অধিনায়ক। তাকে বিবেচনা না করাটা বোকামি হবে।

ফরম্যাট বিবেচনায় স্টোকসকে কেবল ওয়ানডের অধিনায়ক করা হতে পারে ইঙ্গিত দেন কি। সেক্ষেত্রে ব্রুককে টি-টোয়েন্টির অধিনায়ক করা হতে পারে। বর্তমানে হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা স্টোকস আবু ধাবিতে ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে অনুশীলন করছেন।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে প্রথম শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন স্টোকস। নিউ জিল্যান্ডের বিপক্ষে ফাইনালে হয়েছিলেন ম্যাচসেরাও। এরপর ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়েও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। আগামী মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হবে ইংল্যান্ডের। সেই ম্যাচ শেষ হওয়ার চার দিন পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে তারা। এরপর দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে ইংলিশরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়