শিরোনাম
◈ চাঁদপুরে ভোররাতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৬ ◈ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস ◈ সাউদাম্পটনকে হারিয়ে শিরোপা জয়ের পথে লিভারপুল ◈ হিযবুত তাহরীর মতো সংগঠন ঠেকাতে পুলিশের গোয়েন্দা সক্ষমতা নেই? ◈ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত হেরে গেলে অবসরে যাবেন রোহিত শর্মা!  ◈ ঘূর্ণিঝড় আলফ্রেডের আঘাতে লণ্ডভণ্ড অস্ট্রেলিয়া ◈ জাতীয় নাগরিক পার্টিকে ‘কিংস পার্টি’ বলা হচ্ছে কেন? ◈ আজ ফাইনাল ম্যাচের আম্পায়ার পল রাইফেল ও রিচার্ড ইলিংওয়াথ  ◈ বিকালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত - নিউজিল্যান্ড মুখোমুখি ◈ আবারও উত্তপ্ত মণিপুর, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিক্ষোভকারী নিহত (ভিডিও)

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৫, ১২:২৫ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচের আম্পায়ার পল রাইফেল ও রিচার্ড ইলিংওয়াথ 

স্পোর্টস ডেস্ক : রোববার (৯ মার্চ) দুবাইয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচ। ভারত ও নিউজিল্যান্ড এদিন পরস্পরের মোকাবিলা করবে। ফাইনাল ম্যাচে আম্পয়ারের দায়িত্ব পালন করবেন পল রাইফেল ও রিচার্ড ইলিংওয়ার্থ। দুজনই আইসিসির এমিরেটস এলিট প্যানেলভুক্ত আম্পায়ার এবং ইতিমধ্যেই সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করেছেন।

ইলিংওয়ার্থ ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের দায়িত্বে ছিলেন, যেখানে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠে। অন্যদিকে, পল রাইফেল নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে দায়িত্ব পালন করেন, যেখানে ব্ল্যাক ক্যাপসরা ৫০ রানে জয়ী হয়।

চারবারের আইসিসি বর্ষসেরা আম্পায়ার ইলিংওয়ার্থ এর আগে ২০২৩ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া, চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও তিনি ছিলেন অন-ফিল্ড আম্পায়ার।

ফাইনালে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন রঞ্জন মাদুগালে। যিনি আইসিসির এলিট প্যানেলের অন্যতম অভিজ্ঞ সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়