শিরোনাম
◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫, ১২:০৭ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাকা আদায়ে ড. ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি, যা বললেন বিসিবিপ্রধান

বিপিএল শেষ হয়েছে মাস পেরিয়েছে। তবে এই আসর নিয়ে এখন বিতর্ক থামেনি। সবশেষ বিপিএলে চিটাগং কিংসের মেন্টর হিসেবে কাজ করেও টাকা না পাওয়ার অভিযোগ এনেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। যা নিয়ে বিসিবিপ্রধান ফারুক আহমেদকেও চিঠি দিয়েছেন তিনি। এতে কাজ না হলে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছেও চিঠি দিবেন বলে জানিয়েছেন এই পাকিস্তানের সাবেক অধিনায়ক।

এই অবস্থায় বিসিবিপ্রধান, আফ্রিদির চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও টাকা পাইয়ে দেওয়ার ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেননি। ফারুক আহমেদ জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর শুভেচ্ছাদূতের চুক্তিতে বিসিবির সংশ্লিষ্টতা থাকে না। যে কারণে স্বাভাবিকভাবেই এ বিষয়ে বিসিবিরও কিছু করার নেই। লাহোরে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচের পর এসব কথা বলেছেন বিসিবিপ্রধান।

আফ্রিদির বকেয়া নিয়ে ফারুক বলেন, ‘বোর্ডের দিক থেকে আমরা কোনোভাবে এর সঙ্গে সম্পৃক্ত নই। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ড্রাফটের খেলোয়াড়দের চুক্তিতে বোর্ডের সংশ্লিষ্টতা থাকে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোন দল কাকে কীভাবে আনছে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার।’

অবশ্য বোর্ডের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলেও আফ্রিদির টাকা আদায়ে চিটাগং কিংসের মালিককে অনুরোধ করার কথা জানিয়েছেন তিনি। বলেন, ‘আফ্রিদির ক্ষেত্রে আমরা শুধু অনুরোধ করতে পারি, কারণ এটার কোনো আইনি ভিত্তি নেই, কিসের ভিত্তিতে আমরা বলব! আমরা অনুরোধ করতে পারি এবং ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের পারে আরও সতর্ক হতে পারি। আগামী বছর বিপিএলের ফ্র্যাঞ্চাইজি খোঁজার ক্ষেত্রে ভিন্ন কিছুই হবে।’

এদিকে গত রোববার (২ মার্চ) পাকিস্তানের একটি অনলাইন পোর্টালে আফ্রিদি দাবি করেছেন, ‘আমার সঙ্গে চুক্তি ছিল ১ লাখ ডলারের। কথা ছিল, বাংলাদেশে পা রাখার পর ৫০ হাজার ডলার দেওয়া হবে, টুর্নামেন্ট চলার সময় বাকি ৫০ হাজার দেবে। কিন্তু আমাকে মোটে ১৯ হাজার ডলার দেওয়া হয়েছে। কালকে দেব, দুই দিন পর দেব- এসব বলে বলে বারবার ঘোরানো হয়েছে। চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি। টাকা দেওয়া হয়নি। সামিরের আচরণে হতবাক হয়ে গেছি। এমন কিছু আশা করিনি।’ সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়