শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বলে ‘থুতু’ ব্যবহারের দাবি ভারতীয় ক্রিকেটার শামির

স্পোর্টস ডেস্ক : আগে বলে থুতু ব্যবহারের অনুমতি ছিল ক্রিকেটে। সেটা করোনা মহামারির আগে। তবে মরণঘাতি এই ভাইরাসের আক্রমণের পর প্রথমে সাময়িকভাবে ও পরবর্তীতে স্থায়ীভাবে বলে থুতুর ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

যদিও বলে আবারও থুতুর ব্যবহার ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। থুতু ব্যবহার করতে না পারায় প্রয়োজন অনুযায়ী রিভার্স সুইং করাতে পারছেন না বলেও জানিয়েছেন ভারতের এই পেসার। তাই আইসিসিকে পুরনো নিয়ম আবারও ফিরিয়ে আনার অনুরোধ করেছেন তিনি।

ভারতের এই পেসার গণমাধ্যমকে বলেছেন,  আমরা (পেসাররা) রিভার্স সুইং করাতে চাই। কিন্তু বলে থুতু ব্যবহারের সুযোগ তো নেই। আমরা প্রতিনিয়ত থুতু ব্যবহারের সুযোগের আবেদন করে আসছি। সেটা পাওয়া গেলে রিভার্স সুইং চমৎকার হয়ে উঠবে।

ক্রিকেটাররা এখনও থুতুর পরিবর্তে শরীরের ঘাম ব্যবহার করতে পারেন। সাধারণত বল পুরনো হয়ে গেলে বলের একপাশ উজ্জ্বল রাখতে সাধারণত থুতু ব্যবহার করতেন পেসাররা। এ ছাড়া জার্সি বা ট্রাউজারে বল ঘষেও একপাশ উজ্জ্বল করতে দেখতে দেখা যায় ক্রিকেটারদের।

সেই নিয়ম এখনও কার্যকর আছে ক্রিকেটে। তবে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই পুরনো নিয়মের অভাব বোধ করছেন শামি। অবশ্য থুতু ব্যবহার না করেই ভারতের এই পেসার ৪ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন। ভারতের হয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ উইকেট নেয়া এই পেসার এক বছর মাঠের বাইরে ছিলেন।

চোট থেকে ফিরেই ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তুলেছেন শামি। অভিজ্ঞ পেসার জসপ্রিত বুমরাহর অনুপস্থিতি ভারতকে বুঝতেই দিচ্ছেন না তিনি। নিজের বোলিং নিয়ে শামি বলেন, আমি ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছি। দলে যখন দুজন পরিপূর্ণ পেসার না থাকে, তখন তো বাড়তি দায়িত্ব কাঁধে নিতেই হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়