শিরোনাম
◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও) 

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

তাসকিন বিসিবির কেন্দ্রীয় চুক্তির এ+’ ক্যাটাগরিতে, সাকিব বাদ পড়ছেন

স্পোর্টস ডেস্ক  : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির জন্য নাম প্রস্তাব করেছেন নির্বাচকরা। প্রস্তাবিত ২২ জনের তালিকায় এ+ ক্যাটাগরিতে রাখা হয়েছে পেস বোলার তাসকিন আহমেদকে। আর বাদ পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান।

বিসিবির শেষ বৈঠকে (৩ ফেব্রুয়ারি) বোর্ড পরিচালকদের সামনে প্রস্তাবিত চুক্তির তালিকা উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী, পারফরম্যান্সের বিচারে খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো এ+, এ, বি, সি ও ডি। যদিও আগে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট অনুযায়ী ক্যাটাগরি ভাগ করা হতো।- বাংলানিউজ

প্রস্তাবনা অনুযায়ী, প্রথমবার মতো এ+ ক্যাটাগরিতে উঠেছেন তাসকিন। টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আছেন 'এ' ক্যাটাগরিতে।  

অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোস্তাফিজুর রহমান জায়গা পেয়েছেন 'বি' ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে আরও আছেন তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব এবং মাহেদি হাসান। আর 'ডি' ক্যাটাগরিতে আছেন খালেদ আহমেদ ও নাসুম আহমেদ।

তবে বিসিবি সূত্রে জানা গেছে, তাই তালিকা এখনই চূড়ান্ত হচ্ছে না। কারণ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে এই তালিকায় রাখা হবে কি না তা নিয়ে আলোচনা চলছে।  

এর আগে বিসিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে মুশফিক ও মাহমুদউল্লাহ দুজনকেই পারফর্ম করতে হবে। এর মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ। শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলছেন তিনি। অন্যদিকে টি-টোয়েন্টি ছাড়লেও ওয়ানডে ও টেস্ট থেকে এখনো অবসর নেননি মুশফিক।

২০২৫ সালের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা (প্রস্তাবিত)

এ+ ক্যাটাগরি- তাসকিন আহমেদ
এ’ ক্যাটাগরি- নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম
বি’ ক্যাটাগরি- মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা

সি’ ক্যাটাগরি- সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মাহেদী হাসান
ডি’ ক্যাটাগরি- নাসুম আহমেদ, খালেদ আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়