শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

একই ভেন্যুতে বার বার ম্যাচ খেলার সুবিধার কথা স্বীকার করলেন মোহাম্মদ শামি

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অভিযোগ, চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত তাদের সবগুলো ম্যাচ একই ভেন্যুতে খেলা নিয়ে বাড়তি সুবিধা পাওয়ার। কিন্তু বিষয়টিকে মানতে রাজি ছিলেন না দলটির অধিনায়ক রোহিত শর্মা।

তবে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠার পর সুবিধা পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ শামি। মঙ্গলবার (৪ মার্চ) দুবাইয়ে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেট হারায় ভারত। ডানহাতি পেসে ৪৮ রানে ৩ উইকেট শিকার করেন শামি।

ম্যাচ শেষে শামি বলেন, এটি আমাদের অবশ্যই সাহায্য করেছে, কারণ আমরা এখানের কন্ডিশন এবং পিচের আচরণ সম্পর্কে জানতাম। এক ভেন্যুতে সব ম্যাচ খেলাটা আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট।

অবশ্য শামি সুবিধা পাওয়ার কথা মেনে নিলেও একই প্রসঙ্গে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রীতিমত তেলেবেগুনে জ্বলে উঠে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর বলেন,  কোন ধরনের বাড়তি সুবিধা? আমরা একদিনও এখানে অনুশীলন করিনি। আমরা অনুশীলন করেছি আইসিসি একাডেমিতে, যেখানের পরিবেশ আর এখানের পরিবেশ পুরোপুরি ভিন্ন। কিছু মানুষ শুধু অভিযোগ করতেই ভালোবাসে।

টুর্নামেন্টের আয়োজক পাকিস্তানে গিয়ে ভারত খেলতে অস্বীকৃতি জানানোয় তাদের ম্যাচগুলো দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। রোহিতের দল ফাইনালে ওঠায় আগামী রোববারের শিরোপা লড়াইটিও হবে এই মাঠে। দুবাইয়ের মাটিতে ভারতের রেকর্ডও বেশ দুর্দান্ত। এখানে খেলা ১০ ওয়ানডের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়