শিরোনাম
◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও) 

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫, ১১:১৮ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অধিনায়কত্ব পেয়ে বাংলাদেশের সঙ্গে খেলার অপেক্ষায় আঘা সালমান

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান চলমান চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। এরই মধ্যে দেশটির ক্রিকেটে বইছে পরিবর্তনের হাওয়া। সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে চলেছে পাকিস্তান। এর আগে তারা বদলে ফেলেছে টি-টোয়েন্টি অধিনায়ক।

মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে ২০ ওভারের ক্রিকেটের দায়িত্ব দেয়া হয়েছে তরুণ অলরাউন্ডার আঘা সালমানকে। তার সহকারী করা হয়েছে শাদাব খানকে। অধিনায়কত্ব পেয়ে আপ্লূত সালমান। চলতি বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এশিয়া কাপ এবং আগামী বছরের শুরুতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। - ক্রিকফ্রেঞ্জি

এই দুটি টুর্নামেন্টকে লক্ষ্য রেখেই এগোতে চান তিনি। পাকিস্তানে বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালমান বলেন, 'সামনে এশিয়া কাপ আছে, তারপর বিশ্বকাপ। বিশ্বকাপে ভালো করাই সবসময় লক্ষ্য থাকে। আমরাও তার জন্য পরিকল্পনা করছি, যতো সিরিজ আছে সেসবেও ভালো করার চেষ্টা করবো।

এদিকে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়ায় বেশ হতাশ সালমান। তবে এবার সামনে এগোতে চান তিনি। সেমি ফাইনালে যাওয়া দলগুলোকে শুভকামনা জানিয়ে তিনি বলেছেন, 'খুবই হতাশাজনক। কিন্তু জীবন তো থেমে থাকবে না। জীবন সামনে চলতে থাকবে, তাই সামনে কি হবে তার দিকেই নজর দিচ্ছি আমি। যারা যারা সেমিফাইনালে গেছে তাদের আমার শুভকামনা। আশা করি ওরা ভালো ম্যাচ খেলবে।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। তবে বেরসিক বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি। তবে আগামী মে মাসের শেষের দিকে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। পরবর্তীতে জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় আসবে পাকিস্তান।

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলতে তর সইছে না সালমানের। তিনি বলেন, দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে পিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারিনি। আমরা অপেক্ষায় আছি, বাংলাদেশ এখানে আসলে অনেক আতিথেয়তা পাবে। ওরা অনেক ভালো একটা দলও, সবসময় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়