স্পোর্টস ডেস্ক : গত বছর (২০২৪) সেপ্টেম্বরের শেষ দিকে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। তবে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ সফর স্থগিত করে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। চারদিনের এবং তিনদিনের সিরিজ খেলতে আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে নিউজিল্যান্ড এ’ দল। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত বছরের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার আন্দোলনের পরবর্তী সময়ে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ক্রমশই অবনতি হতে থাকে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো। এমন অবস্থায় বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেয় আইসিসি। একই কারণে নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর স্থগিত করে দেশটির ক্রিকেট বোর্ড।
সিরিজ স্থগিত হওয়ার পর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছিলেন পরবর্তী সময়ে এটি আয়োজন করা হবে। সেই সময় তিনি বলেছিলেন, ‘বাংলাদেশে আসার ক্ষেত্রে যেহেতু নিউজিল্যান্ডের ভ্রমণ নিষেধাজ্ঞা আছে তাই আপাতত সিরিজটি হচ্ছে না। আশা করছি পরবর্তীতে নতুন কোন সূচিতে আমরা সিরিজটি আয়োজন করতে পারবো।
অবশেষে নতুন সূচিতে আগামী মে মাসে বাংলাদেশে খেলতে আসতে যাচ্ছে নিউজিল্যান্ড এ’ দল। যার ধারাবাহিকতায় ৪ মার্চ (মঙ্গলবার) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করতে আসে নিউজিল্যান্ডের দুই সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে এনজেডসির দুই প্রতিনিধিকে সবকিছু ঘুরিয়ে দেখান নাফীস। বিসিবিও বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করে সিরিজটি হওয়ার কথা।
জানা গেছে, পুরো সফরে বাংলাদেশ এ’ দলের সঙ্গে পাঁচটি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। যেখানে দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলতে পারে তারা। যদিও এখন পর্যন্ত কয় ম্যাচ খেলবে কিংবা কবে কোন ম্যাচ হবে তা এখনও জানা যায়নি বিসিবি। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ দিয়ে কয়েক মাস পর মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল।
আগষ্টে পাকিস্তান সফর করার পর সবশেষ অক্টোবরে ইমার্জিং এশিয়া কাপ খেলেন এ’ দলের ক্রিকেটাররা। সৌম্য সরকার, আকবর আলী, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা মতো ক্রিকেটারদের নিয়ে দল পাঠালেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ ‘এ’ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা এ’ দলের কাছে ১৯ রানে হেরেছিলেন আকবররা।