শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

প্রাইম ব্যাংকের অধিনায়ক ইরফানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ১ ম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক : একটি রান আউটকে ঘিরে বির্তক শুরু হয়েছিল। সোমবার (৩ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনেই এই ঘটনা ঘটে। শেষ পর্যন্ত সমাধান হলো জরিমানার মধ্য দিয়ে। রান আউটের বিতর্কের কারণেই প্রাইম ব্যাংকের কোচ, অধিনায়ক ও ম্যানেজারকে জরিমানা করা হয়েছে। এক ম্যাচ নিষিদ্ধ থাকতে হচ্ছে দলটির অধিনায়ক ইরফান শুক্কুরকে।

আম্পায়ার ও ম্যাচ অফিশিয়ালসদের সঙ্গে অশোভন আচরণের জন্য প্রাইম ব্যাংকের প্রধান কোচ তালহা জুবায়ের ও অধিনায়ক ইরফান শুক্কুরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ম্যানেজার দেব চৌধুরিকেও সমান অঙ্কের আর্থিক দ- দেয়া হয়েছে।

এই ঘটনায় শুক্কুরের নামের পাশে যুক্ত করা হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। এর আগে একটি ডিমেরিট পয়েন্ট থাকায় পরবর্তী ম্যাচে খেলা হচ্ছে না শুক্কুরের। যদিও রান আউট বিতর্ক কাটিয়ে শামীম হোসেন পাটোয়ারির ব্যাটে ভর করে ৩ উইকেটের জয় তুলে নিয়ে মাঠ ছেড়েছিল প্রাইম ব্যাংক।

রূপগঞ্জের ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে ২৩ রানের মাথায় ফাহাদ হোসেনের লেগ স্টাম্পে করা গুড লেংথ ডেলিভারিতে মিড অনে ঠেলে দিয়ে দৌড় দিয়েছিলেন শুক্কুর। বাঁহাতি ব্যাটার দৌড়ে প্রায় পৌঁছেও গিয়েছিলেন। এমন সময় মিড অন থেকে বল কুড়িয়ে সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙেন আল আমিন হোসেন জুনিয়র।

অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকা ইশতিয়াক আহমেদ নাদিম কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থেকে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হোন। রান আউটের সিদ্ধান্তের দায়ভার তৃতীয় আম্পায়ারের কাঁধে তুলে দেয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ইরফানকে আউট দেন ইশতিয়াক নাদিম। আম্পায়ারের এমন সিদ্ধান্তের পরই বাকবিতা-ার ঘটনা ঘটে।

ব্যাটার ইরফান প্রশ্ন তোলেন তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত জানানোর আগেই অনফিল্ড আম্পায়ার কীভাবে আউট দিলেন। এমন ঘটনার প্রতিবাদ করতে ড্রেসিং রুমে থেকে ছুঁটে আসেন তালহা জুবায়েরও। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রধান কোচের প্রতিবাদ থেকে ছুঁটে আসেন ম্যাচ রেফারি আখতার আহমদ শিপার।

তার কাছে ব্যাখ্যা চাওয়া হলে শিপার নিশ্চিত করেন প্রাইম ব্যাংক ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে কোনো তৃতীয় আম্পায়ার নেই। বিসিবির ম্যাচ সেন্টার অ্যাপে তৃতীয় আম্পায়ার হিসেবে কামরুজ্জামান লিমনের নাম থাকলেও তাকে দেখা যায়নি। যদিও এমন তথ্য ম্যাচের আগে থেকেই জানতেন দুই দলের ক্রিকেটাররা। এই ঘটনায় প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল খেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়