শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আজ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে ফেভারিট বললেন সুনিল গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আজ দুই ফেভারিট ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি। বাংলাদেশ সময় বিকাল ৩টায় দুবাইয়ে খেলা শুরু হবে। বুধবার (৫ মার্চ) দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড লড়াইয়ে নামবে। আইসিসির শেষ ওয়ানডে ইভেন্টের ফাইনালে ভার- অস্ট্রেলিয়া হয়েছিল মুখোমুখি। সেবারে ভারতের ঘরের মাঠে লাখো দর্শককে চুপ করিয়ে শিরোপা উৎসব করেছিল অস্ট্রেলিয়া। 

টিম ইন্ডিয়ার কাছে এবারের ম্যাচটা তাই কিছুটা প্রতিশোধের। আর সেই প্রতিশোধের লড়াইয়ে ভারতকেই এগিয়ে রাখছেন ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কার। টেস্টের প্রথম ১০ হাজার রান করা ব্যাটার সুনীল গাভাস্কার মনে করেন, এই ম্যাচে রোহিত শর্মার দলই পরিষ্কার ফেভারিট। সানির ভাষ্য, ‘এই পিচে ভারতই ফেভারিট, কারণ অস্ট্রেলিয়ার দলে শক্তিশালী স্পিন আক্রমণ নেই। এছাড়া তারা কামিন্স, হ্যাজেলউড ও স্টার্কের মতো মূল পেসারদেরও হারিয়েছে।

তিনি আরও বলেন, তাদের ব্যাটিং ভালো, তারা আগ্রাসী ব্যাটিং করছে। ভারতের জন্য আদর্শ হবে অস্ট্রেলিয়াকে আগে ব্যাট করতে দেওয়া, বরং ভারতের উচিত রান তাড়া করা। আগের ম্যাচেই চার স্পিনার নিয়ে বাজিমাত করেছিল ভারত। নিউজিল্যান্ড ভারতের দেওয়া ২৫০ রান তাড়া করতে পারেনি। শেষ পর্যন্ত কিউইরা ৪৪ রানে হেরে যায়। গাভাস্কার মনে করেন, দুবাইয়ের পিচ ব্যাটিংয়ের জন্য এতটাও কঠিন নয়, যদিও স্পিনারদের জন্য কিছুটা সহায়ক ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়