শিরোনাম
◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও) 

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ১১:২৫ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অতিরিক্ত সুবিধা পাওয়া নিয়ে ভিভ রিচার্ডসের প্রশ্ন

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বের অনেক দেশের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে সমালোচনা করে আসছে। এবার সেই কাতারে যোগ হলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস। অন্য সব দল যেখানে শহর থেকে শহর, ভেন্যু থেকে ভেন্যুতে ছুটোছুটি করেছে, ভারত সেখানে একই শহরে একই হোটেলে থেকে একই মাঠে খেলার সুযোগ পেয়েছে। 

বিশ্ব ক্রিকেটে এমন নজির বিরল। স্বাগতিক না হয়েও স্বাগতিকের পূর্ণ সুবিধা পাচ্ছে ভারত। অন্য দলগুলো নিজেদের সেমিফাইনাল ম্যাচের ভেন্যু নিয়ে অনিশ্চয়তায় থাকলেও এসব নিয়ে ভাবতে হচ্ছে না ভারতকে। সফরের কোনো ধকলই লাগেনি তাদের। 

 শুধুমাত্র ভারতের জন্য দক্ষিণ আফ্রিকা দলকে ১৬ ঘণ্টার মধ্যে করাচি থেকে দুবাই এবং দুবাই থেকে লাহোর মোট ৪ হাজার কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে। সবকিছু মিলিয়ে এটাকে অনেক বড় সুবিধা বলে মন্তব্য করে আলোচনার ঝড় তোলেন নাসের হুসেইন ও মাইকেল আথারটনের মতো সাবেক ক্রিকেটাররা।  

 এবার সে তালিকায় যুক্ত হয়েছেন ক্যারিবিয়ান কিংবন্তি স্যার ভিভ রিচার্ডস। ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটারদের একজন অবশ্য ভারতকে দায়ী করছেন না। তার অভিযোগের তীর আইসিসির দিকে।

এ প্রসঙ্গে তিনি বলেন, মানুষ যখন বলে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, তখন তাদের একটা যুক্তি থাকতেই পারে। আমার মনে হয় এমন সূচি রাজনীতির কারণে হয়েছে। আমি ওদিকে যেতে চাই না। তবে বিশ্বাস করি, ক্রিকেট পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত হলো আইসিসি। তারাই সমস্যা করছে বলে আমার ধারণা। 

আমি চাই তারা এর একটা উত্তর সামনে নিয়ে আসুক। তারা যদি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হয়, তাহলে এখন কেন এমনটা হচ্ছে? সত্যি কথা বলতে আমি বিশ্বাস করি খেলাধুলা এমন একটি বিষয় যা আমাদের সবাইকে একত্রিত করতে পারে, ভক্ত এমনকি শত্রুদেরও।

বাণিজ্যিক কারণে আইসিসিতে ভারতের দাপট নতুন কিছু নয়। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হলেও বরাবরই তারা ভারতের স্বার্থ দেখে সবার আগে। জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ার পর সেটা আরও বেড়ে গিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়