শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ১১:২৪ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলে থাকছেন সিমন্স ও সালাউদ্দিন 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত চুক্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। টুর্নামেন্টে হতশ্রী পারফরম্যান্স করে বাংলাদেশ বিদায় নিলেও এই দুই কোচের কাজে সন্তুষ্ট হয়ে তাদের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখতে চায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাক আহমেদকেই রাখছে বোর্ড।

শিরোপা জয়ের লক্ষ্যে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়া বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় ভারত ও নিউ জিল্যান্ডের কাছে প্রথম দুই ম্যাচ হেরে আসর থেকে বিদায় নেয়। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি। এপ্রিলের মাঝামাঝি ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবে জাতীয় দল। সেই সিরিজের আগেই সিমন্স ও সালাউদ্দিনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনায় বসতে চায় বিসিবি।

বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম বলেন, আমাদের প্রধান কোচ ও সিনিয়র সহকারী কোচের চুক্তি মার্চের মাঝামাঝি পর্যন্ত আছে। তাদের কাজে আমরা সন্তুষ্ট। তাদের সঙ্গে আমরা আবার যোগাযোগ করব। তাদের সঙ্গে যদি আমাদের বনিবনা না হয়, তাহলে হয়তো বাইরে থেকে চিন্তা করতে হবে। তবে আমরা আশা করছি, যারা আমাদের সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে সন্তোষজনক আলাপ-আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে পৌঁছতে পারব।

ফাহিমের দাবি, ২০২৭ সালের অক্টোবরে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ নিয়ে এরই মধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছে বোর্ড। ফলে সেই আসর পর্যন্ত সিমন্স-সালাউদ্দিনকে দলের সঙ্গে চাইছে তারা। মুশতাকের সঙ্গেও ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত রাখার বিষয়ে আলোচনা হয়ে গেছে বলে জানান তিনি।

আমরা চেষ্টা করব, তাদেরকে লম্বা সময়ের জন্য রাখতে। সেটা হতে পারে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। দীর্ঘ মেয়াদী একটা কিছু আমাদেরকে করতেই হবে। শুধু সেটিই নয়, আমরা ক্রমাগত পর্যবেক্ষণ করব, অগ্রগতি পর্যবেক্ষণ করব, সময় থেকে সময়ে আমরা কতদূর এগোচ্ছি খেয়াল করব। আমাদের কাজ আমরা অলরেডি শুরু করে দিয়েছি। কোচ নিয়ে হোক, ক্রিকেটার কারা থাকবেন, সেই সময়ে কাদের সঙ্গে কোথায় গিয়ে খেলব, সামগ্রিক পরিকল্পনা শুরু করে দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়